অলিম্পিকে ব্যর্থতার পর ইউএস ওপেন থেকে নিজেকে সরিয়ে নিলেন নাদাল

সংগৃহীত ছবি

প্যারিস অলিম্পিক ব্যর্থতার পর এবার ইউএস ওপেন থেকেও নাম তুলে নিলেন চারবারের শিরোপাজয়ী রাফায়েল নাদাল। গতকাল রাতে সোশ্যাল মিডিয়ায় একটি পোস্টে তিনি এই ঘোষণা দিয়েছেন।

নাদাল তার পোস্টে লিখেছেন, ‘সবাইকে জানাতে চাই, চলতি বছরের ইউএস ওপেনে আমি অংশ নিচ্ছি না। নিউইয়র্কে আমার প্রচুর স্মৃতি আছে।

রাতের বেলার অসাধারণ পরিবেশে আর্থার অ্যাশ স্টেডিয়ামে খেলা ম্যাচগুলো খুব মিস করব। তবে এবার আমি শতভাগ দিতে পারব না বলেই নাম প্রত্যাহার করেছি। আমেরিকার সমর্থকদের অনেক ধন্যবাদ। আপনাদের সবাইকে মিস করব।

আবার কোনও দিন দেখা হবে।’

প্যারিস অলিম্পিকে সিঙ্গেলসে দ্বিতীয় রাউন্ডেই হেরে যান নোভাক জোকোভিচের কাছে। ডাবলসে কার্লোস আলকারাজের সঙ্গে জুটি বেঁধে কোয়ার্টার ফাইনাল থেকে বিদায় নেন। তবে ইউএস ওপেন না খেললেও বার্লিনে লেভার কাপ খেলার ঘোষণা দিয়ে রেখেছেন তিনি।

LEAVE A REPLY