ছবি : এএফপি
মস্কোর আশপাশে কমপক্ষে ১৫টি ইউক্রেনীয় ড্রোন গুলি করে ভূপাতিত করেছে রুশ কর্মকর্তারা। স্থানীয় সময় মঙ্গলবার রয়টার্সে এ খবর জানানো হয়েছে। এ ঘটনায় একজন নারী নিহত হয়েছেন এবং রাজধানীতে ৩০টিরও বেশি ফ্লাইট স্থগিত করতে বাধ্য হয়েছে রুশ কর্তৃপক্ষ।
এদিকে আঞ্চলিক গভর্নররা জানিয়েছেন, রাশিয়ার দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় ব্রায়ানস্কে ৬০টিরও বেশি ড্রোন ভূপাতিত করা হয়েছে।
এটি ইউক্রেন এবং রাশিয়ার দক্ষিণে লিপেটস্ক অঞ্চলের সীমান্তবর্তী এলাকা। তবে সেখানে কোনো ক্ষয়ক্ষতি বা হতাহতের খবর পাওয়া যায়নি।
কিয়েভ রাশিয়ান শক্তি, সামরিক এবং পরিবহন অবকাঠামোর ওপর ড্রোন হামলা বাড়িয়েছে। মস্কোর মেয়র সের্গেই সোবিয়ানিন টেলিগ্রাম মেসেজিং অ্যাপে বলেছেন, মস্কোর আশপাশে অন্তত ১৫টি ড্রোন ভূপাতিত করা হয়েছে।
জরুরি ক্রুদের ঝুকোভো বিমানবন্দরের কাছে এবং ডোমোদেডোভো জেলায় পাঠানো হয়েছে, যা মস্কোর বৃহত্তম বিমানবন্দরগুলোর মধ্যে একটি।
রাশিয়ার আরআইএ এজেন্সি জানিয়েছে, ডোমোদেডোভো এবং ঝুকোভো বিমানবন্দরগুলোতে ৩০টিরও বেশি অভ্যন্তরীণ এবং আন্তর্জাতিক ফ্লাইট স্থগিত করা হয়েছে। রাশিয়ার রাজধানীতে পরিষেবা দেয় এমন অন্যান্য বিমানবন্দরে বিমান চলাচলও বন্ধ করে দেওয়া হয়েছে।
মস্কোর গভর্নর আন্দ্রেই ভোরোবিভ টেলিগ্রামে বলেছেন, রাতে ড্রোন হামলায় মস্কো অঞ্চলের রামেনস্কয় জেলায় কমপক্ষে দুটি অ্যাপার্টমেন্ট বিল্ডিং ক্ষতিগ্রস্ত হয়েছে।
এ ছাড়া পাঁচটি ফ্ল্যাটে আগুন ধরে যায়।
ভোরোবিভ বলেন, ‘ড্রোন হামলায় রামেনস্কয় ৪৬ বছর বয়সী এক নারী নিহত হয়েছেন এবং আরো তিনজন আহত হয়েছেন।’ তিনি আরো জানান, সেখানে ৪৩ জনকে অস্থায়ী আবাসন কেন্দ্রে সরিয়ে নেওয়া হয়েছে। রামেনস্কয় জেলা ক্রেমলিন থেকে প্রায় ৫০ কিমি (৩১ মাইল) দক্ষিণ-পূর্বে। সরকারি তথ্য অনুসারে, জনসংখ্যা প্রায় এক মিলিয়ন।
সূত্র : রয়টার্স