সংগৃহীত ছবি
মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও প্রতিবেশী পারমাণবিক শক্তিধর দেশ ভারত ও পাকিস্তানের মধ্যে ক্রমবর্ধমান সামরিক উত্তেজনা হ্রাসের উপায় খুঁজে বের করার জন্য উভয় দেশকে আহ্বান জানিয়েছেন।
ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস. জয়শঙ্কর এবং পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দারের সঙ্গে পৃথক ফোনালাপে রুবিও দুই দেশের মধ্যে সরাসরি যোগাযোগ স্থাপন ও আলোচনার জন্য মার্কিন সহায়তার প্রস্তাব দিয়েছেন।
১২ ঘণ্টা পর দক্ষিণাঞ্চলের ট্রেন চলাচল স্বাভাবিক
মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র ট্যামি ব্রুস বলেন, ‘রুবিও জোর দিয়ে বলেছেন যে উভয়পক্ষকে উত্তেজনা প্রশমনের উপায় খুঁজে বের করতে হবে এবং সব ধরনের ভুল বোঝাবুঝি এড়াতে সরাসরি যোগাযোগ পুনঃস্থাপন করতে হবে।’।