৮ বলেই ৭ ছক্কা, সিলেটে জিসান ঝড়

জাতীয় ক্রিকেট লিগ টি-টোয়েন্টিতে ছক্কার ঝড় তুলেছেন সিলেটের জিসান আলম। ৮ বলের মধ্যে ৭ ছক্কায় টর্নেডো বইয়ে দিয়েছেন ঢাকা বিভাগের ওপর। 

সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে জাতীয় ক্রিকেট লিগ টি-টোয়েন্টিতে মুখোমুখি হয় সিলেট ও ঢাকা বিভাগ। সিলেটের ইনিংসের ১৫তম ওভারে ঢাকা বিভাগের অফ স্পিনার আরাফাত সানি জুনিয়রকে শেষ পাঁচ বলেই ছক্কা মেরেছেন সিলেটের ওপেনার জিশান।

জিশান প্রধম তিন ছক্কা হাঁকিয়েছেন লং অন ও লং অফ দিয়ে। নিখুঁত সব শটে বলগুলোকে সীমানাছাড়া করলেন তিনি। খেই হারিয়ে শেষ দুই বলে ফুলটস করে বসেন সানি। প্রথম ফুল টসটিকে মিডউইকেট দিয়ে পরের বলটি ডিপ একস্ট্রা কাভার দিয়ে মাঠের বাইরে ফেলেন তিনি।

এই ওভারের আগেই ৩টি ছক্কা মারা জিশান পরের ওভারে এক বল খেলে নিলেন সিঙ্গেল। পেসার সুমন খানের করা পরের ওভারের প্রথম দুই বৈধ বলেই আবারও ছক্কা জিশানের। তার মানে ৮ বলের মধ্যে ৭ ছক্কা!

সেঞ্চুরিটাও পেয়ে যান জিশান আলম। ৫৩ বলে ৪ চার ও ১০ ছক্কায় ১০০ রান করেন তিনি।

 জিশানের ঝড়ে ৪ উইকেটে ২০৫ রান তুলেছে সিলেট। ১৭ বলে দ্বিতীয় সর্বোচ্চ ৩০ রান করছেন দলটির অধিনায়ক মাহফুজুর রাব্বী।

LEAVE A REPLY