সাইফের ওপর হামলাকারী (বাঁয়ে)
বলিউড অভিনেতা সাইফ আলী খানের ওপর হামলাকারীকে অবশেষে আটক করেছে মহারাষ্ট্র পুলিশ। রবিবার (১৯ জানুয়ারি) ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। মুম্বাই পুলিশ জানিয়েছে, রবিবার সকালে মহারাষ্ট্রের ঠাণে এলাকা থেকে তাকে ঘুমন্ত অবস্থা আটক করা হয়। যা সাইফের বাড়ি থেকে ৩৫ কিলোমিটার দূরে।
এ সময় তার কাছ থেকে কাস্তে জাতীয় ধারাল অস্ত্র এবং একটি তোয়ালে পাওয়া গিয়েছে।
৩০ বছর বয়সী এই অভিযুক্ত যিনি বিজয় দাস, মোহাম্মদ ইলিয়াস এবং বিজে- এই তিনরকম নামে পরিচিত, তাকে রবিবার সকালে মুম্বাইয়ের ঠাণের হিরানন্দানি এস্টেট এলাকায় এক মেট্রো নির্মাণ সাইটের লেবার ক্যাম্প থেকে গ্রেপ্তারকরা হয়েছে। অভিযোগ রয়েছে, গত ১৬ জানুয়ারি রাতে বান্দ্রার অ্যাপার্টমেন্টে ডাকাতির চেষ্টা করেছিলেন তিনি। সাইফ আলী খানকে বারবার ছুরিকাঘাতও করেছিলেন ধরা পড়ার সময়।
জানা গেছে, ওইদিন নিরাপত্তারক্ষী ঘুমিয়ে থাকার সুযোগে অভিযুক্ত ১১তলায় উঠে যান এবং ফায়ার এক্সিটের ডাক্ট শ্যাফট দিয়ে অভিনেতার ফ্ল্যাটে প্রবেশ করেন। সাইফের ছেলেদের ঘরের কাছে সোজা চলে গিয়ে বাথরুমে লুকিয়ে ছিলেন তিনি।
মুম্বাই পুলিশ জানিয়েছে, অভিযুক্ত বিজয় সাইফের বাড়িতে ডাকাতির উদ্দেশেই প্রথমে ঢুকেছিল। অভিযুক্তের বিরুদ্ধে মামলা রুজু করা হয়েছে এবং তাকে আদালতে পেশ করা হবে সোমবার।
তবে পুলিশ জানিয়েছে, অভিযুক্ত আগেও সাইফের বাড়িতে এসেছিল বলে কোনও প্রমাণ এখনও মেলেনি। অভিযুক্তের কোনও অপরাধমূলক রেকর্ডও পাওয়া যায়নি। তবে প্রাথমিক প্রমাণ অনুযায়ী, সে বাংলাদেশের নাগরিক। তার কাছে বৈধ ভারতীয় নথিপত্র নেই। অভিযুক্ত মুম্বাই এসেছিল ৫-৬ মাস আগে এবং ঘরবাড়ি পরিষ্কার করার একটি সংস্থায় কাজ করছিল।
১৬ জানুয়ারির হামলার ঘটনার পরে, সিসিটিভি ফুটেজে ধরা পড়া অভিযুক্তের ছবি মুম্বাই ও পার্শ্ববর্তী এলাকায় পোস্টার আকারে ছড়ানো হয়। তার পরেই পুলিশ ঠাণেতে অভিযুক্তকে খুঁজে বার করে এবং তাকে গ্রেপ্তারকরে। মুম্বাই পুলিশ জানায়, ঘটনার তদন্ত চলছে এবং অভিযুক্তের পিছনে কোনও বৃহত্তর চক্র সক্রিয় রয়েছে কিনা, তা খতিয়ে দেখা হচ্ছে।
গত বুধবার (১৫ জানুয়ারি) গভীর রাতে সাইফ আলীর ওপর হামলা করা হয়। অভিনেতাকে ছুরি দিয়ে ৬ বার কোপানো হয়। গুরুতর অবস্থায় হাসপাতালে ছুটে যান সাইফ আলি খান। হাসপাতালে তার অস্ত্রোপচার সফলভাবে সম্পন্ন হয়েছে। বর্তমানে তিনি সুস্থ রয়েছেন।