নতুন প্রেমে কবীর সুমন, ছবি প্রকাশ করলেন প্রেমিকার

সৌমি বসুমল্লিকের সঙ্গে কবীর সুমন

প্রজন্মের পর প্রজন্মকে ভালবাসতে শিখিয়েছে যে গান, তার স্রষ্টা কবীর সুমন। বরাবরই স্পষ্টবাদী কবিয়াল প্রেমে পড়েছেন একাধিক বার। লুকোননি কখনও। এবার ৭৫ বছরে ফের প্রেমে পড়লেন কবীর সুমন।

ভালোবাসা দিবসে নতুন প্রেয়সীর সঙ্গে আলাপ করালেন তিনি। 

কবীর সুমনের নতুন প্রেমিকার নাম সৌমি বসুমল্লিক। পেশায় স্কুল শিক্ষিকা। সৌমিকে অবশ্য নিজের প্রেমিকা বলে নারাজ কবীর।

তবে ভালবাসা যে তা স্বীকার করেছেন নিজেই। বলেছেন, ‘অসম্ভব ভালবাসি ওকে কিন্তু, প্রেমিকা নন। ওঁর নাম সৌমি বসুমল্লিক। স্কুলের শিক্ষিকা।

আমার বাড়িতে উনি একজন বিশিষ্ট জন, আমার স্বজন যিনি আমার যত্ন নেন ও দেখভাল করেন। আমাকে তো বাঁচিয়ে রেখেছে…।’

‘স্বর্ণভালুক’ হাতে গাজার প্রসঙ্গ তুললেন টিলডা সুইনটন

‘স্বর্ণভালুক’ হাতে গাজার প্রসঙ্গ তুললেন টিলডা সুইনটন

স্বর্ণ

তিনি জানান, গত রাতে সৌমি ছিলেন তাঁর বাড়ি। সকালে উঠেই মনে হয়েছে একটা ছবি তোলা দরকার। অগত্যা এই ছবি।

তরুণীর কাজল কালো চোখে। কেশরাজিতে মুখ গুঁজে কবীরের ঘ্রাণ নেওয়ার ছবি যদিও এখন ভাইরাল। আর তার চেয়েও বেশি ভাইরাল ছবির উপরের ক্যাপশনটি। যাতে লেখা, ‘আমাদের ভ্যালেন্টাইন।’ অথচ প্রেমিকা স্বীকার করতে নারাজ!

সৌমীর সঙ্গে যে ছবি সুমন দিয়েছেন, সেটাও হঠাৎ তোলা। সুমন বলেন, ‘সৌমীর স্কুলে চাকরি। সকালে উঠে ও বেরিয়ে যাচ্ছে তখন বললাম যে, একটা ছবি তুলি। বারান্দায় গিয়ে তখনই তুললাম।’পড়ুন

সুমনের কথায়, ‘প্রেম দিবসের পরিকল্পনা বলতে আমরা একে অপরের দিকে তাকিয়ে থাকি। আদর করি, চুমু খাই, নিজেকে নিয়ে হাসাহাসি করি। উল্টোপাল্টা কথা হবে, গুনগুন করে গান গাইব।’’

কবীর সুমন আগেও বলেছেন, বয়স তার কাছে সংখ্যামাত্র। বছর দেড়েক আগেই এক সাক্ষাৎকারে তিনি কোনওরকম রাখঢাক না করে অকপটে স্বীকার করে নিয়েছিলেন যে, পঁচাত্তরেও সক্ষম তিনি। কিংবদন্তি শিল্পী সাবিনা ইয়াসমিনের সঙ্গে সুমনের বিচ্ছেদ না হলেও দুই দশক ধরে তারা একসঙ্গে থাকেন না।

LEAVE A REPLY