সংগৃহীত ছবি
আসন্ন ঈদুল আজহায় মুক্তির লক্ষ্যে ইতিমধ্যে জোরেশোরে প্রচারণায় নেমেছে ‘ইনসাফ’ টিম। ইতিমধ্যে প্রকাশ্যে এসেছে সিনেমাটির তিন গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করা শিল্পীদের ফার্স্ট লুক পোস্টার। শরিফুল রাজ, মোশাররফ করিমের লুক অন্তর্জালে আসার পর দর্শকের মধ্যে সিনেমাটি ঘিরে আগ্রহ তৈরি হয়েছে বেশ।
এর মধ্যে গতকাল রবিবার সন্ধায় উন্মুক্ত হয়েছে সিনেমাটির তৃতীয় পোস্টার, যেখানে তাসনিয়া ফারিণকেও দেখা গেছে ভিন্ন লুকে।
ফুল ও কুঠার হাতে ধরা দেন ‘ইনসাফে’র নায়িকা। অভিনেত্রীকে নতুন রূপে দেখে নেটিজেনরা প্রশংসা করলেও কিছুক্ষণের মধ্যেই সোশ্যাল মিডিয়াতে ছড়িয়ে পড়ে যে, পোস্টারটি অন্য এক সিনেমার পোস্টারের নকল।
দেখা গেছে, কোরিয়ান সিনেমা ‘কিল বকসুনে’র একটি পোস্টারের সঙ্গে ফারিণের পোস্টারের হুবহু মিল খুঁজে পাওয়া গেছে। এরপর সোশ্যালে তা নিয়ে নকলের অভিযোগ তোলেন একাধিক দর্শক।
নকলের অভিযোগ প্রসঙ্গে সিনেমাটির নির্মাতা সঞ্জয় সমদ্দার কালের কণ্ঠকে জানান, পুরো ব্যাপারটি ঘটেছে অসাবধানতাবশত। এটাকে নিজেদের ভুল হিসেবেই মানছেন তিনি।
পরিচালক বললেন, ‘আমাদের লুক রিভিলগুলোতে সিম্বল হিসেবে কুঠার একটা কমন ফ্যাক্টর ছিল। আমি ডিজাইনারকে বলেছিলাম যে হিরোইনের (তাসনিয়া ফারিণ) হাতে ফুল ও কুঠার দিয়ে কিছু প্ল্যান করতে।
এভাবেই আমরা এগোই। কিন্তু এটা যে কোনো সিনেমার কোনো পোস্টারের সঙ্গে মিলে যাবে জানলে তা অবশ্যই এড়িয়ে যেতাম। এটা অসাবধানতাবশত হয়েছে। পরবর্তীতে এই বিষয়ে আরো সতর্ক থাকব।’
এখন ঢালিউডে যে সিনেমাগুলো হচ্ছে তার প্রায় সবগুলোই দক্ষিণী ইন্ডাস্ট্রিকে অনুসরণ করতে দেখা গেছে।প্রায় সবাইকেই বেশ হিংস্ররূপে হাজির হতে দেখা গেছে, আপনার সিনেমার ক্ষেত্রেও তাই। এমনটা কেন, এমন প্রশ্নে সঞ্জয় সমদ্দার বলেন, “অন্যদের বিষয়ে বলতে পারব না। তবে শুধু এটুকু বলি ‘ইনসাফ’ বাংলাদেশের মৌলিক গল্প। দেশ, দেশের আবেগ, সমস্যা, সম্ভাবনা সবই থাকবে এতে।”
‘ইনসাফ’ সিনেমার মধ্য দিয়ে প্রায় ১৩ বছর পর প্রযোজনায় ফিরছে তিতাস কথাচিত্র। এতি মুক্তি পাবে আগামী ঈদুল আজহায়। এটি সঞ্জয় সমদ্দারের দ্বিতীয় সিনেমা। এর আগে টলিউড সুপারস্টার জিৎ কে নিয়ে মানুষ নামের একটি সিনেমা বানিয়েছিলেন তিনি।