সংগৃহীত ছবি
লুইস দিয়াজকে দলে ভেড়াতে বায়ার্ন মিউনিখের আনুষ্ঠানিক প্রস্তাব ফিরিয়ে দিয়েছে লিভারপুল। ইংলিশ ক্লাবটির পক্ষ থেকে স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছে—এই কলম্বিয়ান ফরোয়ার্ড ‘বিক্রির জন্য নয়’।
জার্মান জায়ান্টদের ক্রীড়া পরিচালক ম্যাক্স এবার্লকে জানানো হয়েছে, লিভারপুল এই ফরোয়ার্ডকে নিয়ে কোনো আলোচনা করতে রাজি নয়। এর আগে গ্রীষ্মের শুরুতে স্প্যানিশ ক্লাব বার্সেলোনাও দিয়াজকে দলে নেওয়ার আগ্রহ দেখিয়েছিল।
সেক্ষেত্রেও একইভাবে অনড় ছিল ইংলিশ ক্লাবটি।
২০২২ সালে পোর্তো থেকে আসার পর থেকেই লিভারপুলের আক্রমণভাগে গুরুত্বপূর্ণ ভূমিকায় আছেন দিয়াজ। নতুন কোচ আর্নে স্লটের অধীনে প্রিমিয়ার লিগে শিরোপা জয়ে বড় অবদান ছিল তার। ক্লাব ও জাতীয় দলের হয়ে গত মৌসুমে ২২ গোল করেছেন তিনি।
এই মৌসুমে ১৩ গোলের পাশাপাশি ৭টি অ্যাসিস্ট করেছেন দিয়াজ। লিগ শিরোপা জয়ী লিভারপুলের জন্য তাই এই খেলোয়াড়কে ছাড়া দল গঠনের কথা চিন্তা করাও অসম্ভব।
বর্তমানে অ্যানফিল্ডে তার চুক্তির মেয়াদ বাকি রয়েছে আরও দুই বছর। এর মধ্যেই গত গ্রীষ্মে ম্যানচেস্টার সিটিও আগ্রহ দেখিয়েছিল তার প্রতি।
এছাড়া সৌদি আরবের ক্লাবগুলোরও নজরে রয়েছেন তিনি।
ক্লাব সূত্রের বরাতে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি জানিয়েছে, দিয়াজকে নিয়ে আলোচনার দরজা পুরোপুরি বন্ধ, এমনকি বিশাল অঙ্কের প্রস্তাব এলেও তা বিবেচনায় নেওয়া হবে না।