বিজয়া দশমীতে ‘জননী দশভূজা’

সংগৃহীত ছবি

সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসব শারদীয় দুর্গাপূজা। আগামীকাল ২ অক্টোবর, বৃহস্পতিবার এ উৎসবের বিজয়া দশমী। প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে আনুষ্ঠানিক সমাপ্তি ঘটবে ৫ দিনের এ উৎসবের।

এদিন দেবী মর্ত্য ছেড়ে ফিরে যাবেন কৈলাসে।

সনাতন ধর্মাবলম্বীদের বিশ্বাস মানুষের মনের অসুরিক প্রবৃত্তি, কাম, ক্রোধ, হিংসা, লালসা বিসর্জন দেওয়াই মূলত বিজয়া দশমীর মূল তাৎপর্য। এ প্রবৃত্তিগুলোকে বিসর্জন দিয়ে একে অন্যের সঙ্গে ভ্রাতৃত্বের বন্ধনে আবদ্ধ হয়ে বিশ্বে শান্তি প্রতিষ্ঠা করাই এ আয়োজনের উদ্দেশ্য। 

দুর্গাপূজা উপলক্ষে বিজয়া দশমীতে বৃহস্পতিবার রাত ১১টায় বাংলাদেশ টেলিভিশনে (বিটিভি) প্রচারিত হবে বিশেষ অনুষ্ঠান ‘জননী দশভূজা’। শ্যামল দত্তের রচনায় অনুষ্ঠানটি প্রযোজনা করেছেন আব্দুল্লাহ আল মামুন।

গান, নাচ ও দেবী দুর্গার মহিষাসুর বধ নাটিকার সমন্বয়ে অনুষ্ঠানটি সাজানো হয়েছে।

LEAVE A REPLY