ছবি : রয়টার্স
ইসরায়েলি বাহিনী শুক্রবার গাজা উপত্যকার বিভিন্ন এলাকায় গোলাবর্ষণ চালিয়েছে। যদিও ইসরায়েল ও হামাসের মধ্যে যুদ্ধ শেষ করতে চুক্তি অনুমোদন করেছে। খবর মিডল ইস্ট আইয়ের।
ইসরায়েলি সরকারের চূড়ান্ত অনুমোদনের পর শুক্রবার ভোরে যুদ্ধবিরতি আনুষ্ঠানিকভাবে শুরু হয়।
তবে শুক্রবার সকালেই গাজা সিটি ও খান ইউনুসে বিমান হামলা, আর্টিলারি হামলা এবং গুলির শব্দ শোনা যায়। তবে এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
শুক্রবার সকাল পর্যন্ত ইসরায়েলি ট্যাংকগুলো এখনো আল-রশিদ সড়কে অবস্থান করছে, যা দক্ষিণ গাজা থেকে উত্তর গাজায় বাস্তুচ্যুত মানুষের প্রত্যাবর্তন বাধাগ্রস্ত করছে।
চুক্তির শর্ত অনুযায়ী ইসরায়েলি সেনাদের ২৪ ঘণ্টার মধ্যে ওই সড়ক থেকে সরে যেতে এবং বাস্তুচ্যুতদের প্রত্যাবর্তনের অনুমতি দিতে হবে।
বৃহস্পতিবার মধ্যস্থতাকারীরা যুদ্ধবিরতি চুক্তির ঘোষণা দেওয়ার পরও ইসরায়েলি বাহিনী গাজায় বোমাবর্ষণ চালায়, যাতে অন্তত আটজন ফিলিস্তিনি নিহত হন।
ইসরায়েলের সরকারি সম্প্রচারমাধ্যম ‘কান’ বৃহস্পতিবার মিসরে স্বাক্ষরিত চুক্তির প্রথম ধাপের একটি ফাঁস হওয়া কপি প্রকাশ করে, যেখানে উল্লেখ করা হয়— ইসরায়েল অনুমোদন দিলেই যুদ্ধ ‘তাৎক্ষণিকভাবে শেষ হবে।’











































