তাইওয়ানের ১৮ সেনা কর্মকর্তার তথ্যের বিনিময়ে চীনের পুরস্কার ঘোষণা

চীনের প্রেসিডেন্ট শি জিনপিং

তাইওয়ানের ১৮ জন সামরিক কর্মকর্তার তথ্য প্রদানে পুরস্কার ঘোষণা করেছে চীন। তাদের বিরুদ্ধে ‘বিচ্ছিন্নতাবাদী’ বার্তা ছড়ানোর অভিযোগ আনা হয়েছে।

শনিবার (১১ অক্টোবর) উপকূলীয় শহর জিয়ামেনের পুলিশ তাইওয়ানের কর্মকর্তাদের গ্রেপ্তারের বিষয়ে তথ্য দিলে এক হাজার ৪০০ ডলার পুরস্কারের ঘোষণা দেয়।

সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, চীনা কর্তৃপক্ষ অভিযুক্ত সেনা কর্মকর্তাদের ছবি, নাম ও পরিচয় নম্বর প্রকাশ করেছে।

তাদের বিরুদ্ধে অভিযোগ—তারা বিভ্রান্তিকর তথ্য প্রচারের জন্য ওয়েবসাইট পরিচালনা করছিলেন, স্বাধীনতার পক্ষে বার্তা ছড়ানো অনলাইন গেম তৈরি করছিলেন এবং বিভ্রান্তিকর ভিডিও কনটেন্ট তৈরি করতেন।

শিয়ামেনের জননিরাপত্তা ব্যুরো জানিয়েছে, এই কর্মকর্তারা দীর্ঘদিন ধরে ‘বিচ্ছিন্নতাবাদী কার্যক্রম উসকে দেওয়ার ষড়যন্ত্র’ করে আসছিলেন।

অন্যদিকে, তাইওয়ানের প্রতিরক্ষা মন্ত্রণালয় এসব অভিযোগ প্রত্যাখ্যান করে বলেছে, এটি চীনা সরকারের ‘স্বৈরাচারী ও একগুঁয়ে চিন্তাধারা’, যার উদ্দেশ্য জনগণকে বিভক্ত করা এবং ‘মানসিক যুদ্ধ’ পরিচালনা করা।

এর আগে তাইওয়ানের প্রেসিডেন্ট উইলিয়াম লাই চিং বিমান সুরক্ষা ব্যবস্থা ও সামরিক ব্যয় বৃদ্ধির মাধ্যমে দ্বীপের প্রতিরক্ষা ব্যবস্থা জোরদার করার প্রতিশ্রুতি দেওয়ার একদিন পর ওই ঘোষণা দেওয়া হয়েছে।

চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র গুয়ো জিয়াকুন তাইওয়ানের প্রেসিডেন্ট লাইকে ‘সমস্যা সৃষ্টিকারী, বিপদের জনক এবং যুদ্ধ প্ররোচনাকারী’ হিসেবে আখ্যা দেন। অন্যদিকে, চীনের তাইওয়ান বিষয়ক দপ্তর অভিযোগ করেছে, লাই সহিংসতা ও বহিরাগত সমর্থনের মাধ্যমে বিচ্ছিন্নতাবাদী কার্যক্রম ত্বরান্বিত করার চেষ্টা করছেন।

তাইওয়ানের তীব্র বিরোধিতা সত্ত্বেও বেইজিং তাইওয়ানের ওপর সার্বভৌমত্ব দাবি করে এবং সাম্প্রতিক বছরগুলোতে সামরিক ও রাজনৈতিক চাপ তীব্র করেছে। সূত্র: আল-জাজিরা, 

LEAVE A REPLY