আইনি জটিলতা থেকে নিস্তার পাচ্ছেন না বলিউড অভিনেত্রী শিল্পা শেঠি। ৬০ কোটি টাকা প্রতারণার অভিযোগ রয়েছে অভিনেত্রী ও তার স্বামী রাজ কুন্দ্রার বিরুদ্ধে। এবার অভিনেত্রীর বাড়িতে আয়কর দপ্তরের হানা।
বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) সন্ধ্যায় শিল্পা শেঠির মুম্বাইয়ের বাড়িতে হানা দিয়েছেন আয়কর দপ্তরের কর্মকর্তারা। ৬০ কোটি টাকার প্রতারণার অভিযোগেই তল্লাশি চালানো হয়েছে। বুধবার দাদারে শিল্পা শেঠির রেস্তোরাঁ ‘ব্যাস্টিয়ান’-এও আয়কর দপ্তর তল্লাসি চালায়।
আজ শুক্রবার সকাল থেকে সেই রেস্তোরাঁর পথচলা শুরুর কথা। তার ঠিক আগের দিনই তার বাড়িতে চলল তল্লাশি অভিযান। যদিও এর আগে আইনি জটিলতার মাঝেই অভিনেত্রী ঘোষণা করেছিলেন— মুম্বাইতে তিনি আরও একটি রেস্তোরাঁর সূচনা করতে চলেছেন।
সম্প্রতি অর্থনৈতিক অপরাধ দমন শাখা মামলা করেছে শিল্পা ও রাজ দম্পতির বিরুদ্ধে। সেই মামলার পরেই শিল্পার রেস্তোরাঁ ও বাড়ির তল্লাশি চালাচ্ছে আয়কর দপ্তর।
সামাজিক মাধ্যমে একটি পোস্টে নিজের নতুন রেস্তোরাঁ সম্পর্কে অভিনেত্রী শিল্পা শেঠি লেখেন— অপেক্ষা সার্থক হবে। এই রেস্তোরাঁ আমি আমার সংস্কৃতির উৎসকে উৎসর্গ করছি। এখানকার খাবার খেলে বাড়ির কথাই মনে পড়বে। ব্যাস্টিয়নের সবচেয়ে জনপ্রিয় খাবারগুলোও থাকবে।
একটি ভিডিও শেয়ার করে নিয়ে শিল্পা আরও লেখেন— রেস্তোরাঁর দরজা খোলার জন্য প্রস্তুত। রান্নাঘরও তৈরি। শুক্রবার (১৯ ডিসেম্বর) বেলা ১১টায় এ রেস্তোরাঁর পথচলা শুরু বলে জানান তিনি। অনুরাগীদের আমন্ত্রণ জানিয়েছেন শিল্পা শেঠি।
সম্প্রতি বিপাকে পড়ে শিল্পার ‘ব্যাস্টিয়ন’ রেস্তোরাঁ বেঙ্গালুরুর শাখায়। নির্ধারিত সময়ের পরও রেস্তোরাঁ খোলা রাখা নিয়ে জটিলতার সূত্রপাত। কর্নাটক রাজ্য সরকারের তরফে পাব-রেস্তোরাঁগুলোর জন্য নির্দিষ্ট সময়সীমা বেঁধে দেওয়া আছে। একটি নির্দিষ্ট সময়ের মধ্যে সেগুলো বন্ধ করে দেওয়াই নিয়ম। কিন্তু সেই নিয়ম আগ্রাহ্য করে ‘ব্যাস্টিয়ন’ কর্তৃপক্ষ।










































