বার্সেলোনার ম্যাচে দেখা গেল রোনালদোর ‘সিইউ’ উদযাপন

জাতীয় দল বা ক্লাব, গোলের পরেই ভিন্নধর্মী উদযাপনে মাতেন ক্রিস্টিয়ানো রোনালদো। তার গোল মানেই যেনো উদযাপনে ভিন্নতা। গোলের পর কর্নার ফ্লাগের দিকে ছুটে গিয়ে শূন্যে ভেসে মুহূর্তেই শরীরটাকে ঘুরিয়ে দুই হাত দু’দিকে ছড়িয়ে দিয়েই ‘সিইউ’ উচ্চারণ করেন রোনালদো। যা দেখে আনন্দিত ও রোমাঞ্চির হয় তার ভক্তরা।

এটাকে ‘সিইউ’ উদযাপন বলা হয়। স্প্যানিশ ‘সি’ শব্দটি ইংরেজি ‘ইয়েস’ শব্দের সমার্থক।

এবার তার উদযাপন কপি করার চেষ্টা চালিয়েছেন স্প্যানিশ ক্লাব এস্পানিওলের ফরোয়ার্ড সার্জি দারদার। রবিবার রাতে লা লিগার ম্যাচে মুখোমুখি হয়েছিলো বার্সেলোনা ও এস্পানিওল। ম্যাচের ৪০মিনিটে বক্সের বাইরে থেকে দারুন গোল করে রোনালদোর ‘সিইউ’ উদযাপন করেছেন এই স্প্যানিশ ফুটবলার। যদিও শেষ পর্যন্ত বার্সেলোনার সঙ্গে ২-২ গোলে ড্র করেছে এস্পানিওল।

শুধু ফুটবলাররাই নয়, মাঝে মধ্যে টেনিস কোর্টেও দেখা মিলে রোনালদোর এই ‘সিইউ’ উদযাপন। গত জানুয়ারিতে অস্ট্রেলিয়ান ওপেনে কোর্টেই রোনালদোর এই উদযাপন করেন অস্ট্রেলিয়ান খেলোয়াড় কিক ক্রাইজিস। এছাড়া এই টুর্নামেন্টে গ্যালারি থেকে রোনালদোর উদযাপনের ‘সিইউ’ শব্দ ভেসে আসতে শোনা যায়।

LEAVE A REPLY