সিডনিতে ইহুদি ধর্মীয় অনুষ্ঠানে বন্দুকধারীর গুলি, নিহত অন্তত ১০

১৪ ডিসেম্বর অস্ট্রেলিয়ার সিডনির বন্ডি সমুদ্র সৈকতে গুলিবর্ষণের ঘটনাস্থলে কাজ করছেন জরুরি সেবাদান কর্মীরা। ছবি : রয়টার্স

সিডনির বন্ডাই সমুদ্র সৈকতে রবিবার একটি ইহুদি ধর্মীয় অনুষ্ঠানের সময় বন্দুকধারীরা গুলি চালালে অন্তত ১০ জন নিহত এবং প্রায় এক ডজন মানুষ আহত হয় বলে জানিয়েছে অস্ট্রেলিয়ার কর্মকর্তারা।

নিউ সাউথ ওয়েলস পুলিশ জানায়, এ ঘটনায় দু’জনকে আটক করা হয়েছে। অস্ট্রেলিয়ান ব্রডকাস্টিং করপোরেশন (এবিসি) জানিয়েছে, অন্তত দুই বন্দুকধারীর একজন নিহতদের মধ্যে রয়েছে।

নিউ সাউথ ওয়েলস অ্যাম্বুল্যান্স সার্ভিসের এক মুখপাত্র বলেন, ‘গুলির ঘটনায় প্রায় এক ডজন মানুষকে স্থানীয় হাসপাতালে নেওয়া হয়েছে।

প্রধানমন্ত্রী অ্যান্তনি অ্যালবানিজ ঘটনাটিকে ‘স্তম্ভিত ও মর্মান্তিক’ বলে উল্লেখ করে বলেন, ‘জরুরি সেবাদানকারীরা ঘটনাস্থলে আছেন এবং প্রাণ বাঁচাতে কাজ করছেন।’

ঘটনার প্রত্যক্ষদর্শী ৩০ বছর বয়সী স্থানীয় বাসিন্দা হ্যারি উইলসন সিডনি মর্নিং হেরাল্ডকে বলেন, ‘আমি অন্তত ১০ জনকে মাটিতে পড়ে থাকতে দেখেছি, চারদিকে রক্ত ছড়িয়ে ছিল।’

ইসরায়েলের প্রেসিডেন্ট আইজ্যাক হার্জগ বলেন, হনুকা উৎসবের প্রথম প্রদীপ জ্বালাতে যারা সমুদ্রে গিয়েছিলেন, সেই ইহুদিদের ওপর ‘ঘৃণ্য সন্ত্রাসীরা’ হামলা চালিয়েছে।

২০২৩ সালের অক্টোবরে গাজায় ইসরায়েলের যুদ্ধ শুরুর পর থেকে অস্ট্রেলিয়ায় উপাসনালয়, ভবন ও গাড়িতে একের পর এক ইহুদিবিরোধী হামলার ঘটনা ঘটেছে।

ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী গিদেওন সার বলেন, এই গুলির ঘটনায় তিনি ‘মর্মাহত’।

তিনি বলেন, “গত দুই বছরে অস্ট্রেলিয়ার রাস্তায় যে ইহুদিবিরোধী তাণ্ডব এবং ‘গ্লোবালাইজ দ্য ইনতিফাদা’ ধরনের উসকানিমূলক স্লোগান ছড়ানো হয়েছে—আজ তারই পরিণতি আমরা দেখলাম।”

বিশ্বের অন্যতম পরিচিত সমুদ্রসৈকত বন্ডাই সাধারণত স্থানীয় বাসিন্দা ও পর্যটকে ভরা থাকে, বিশেষ করে উষ্ণ সপ্তাহান্তের সন্ধ্যায়।

অস্ট্রেলিয়ান জিউয়ারির এক্সিকিউটিভ কাউন্সিলের সহ-প্রধান নির্বাহী অ্যালেক্স রিভচিন স্কাই নিউজকে বলেন, ‘যদি আমাদের উদ্দেশ্য করে এভাবে আঘাত করা হয়ে থাকে, তবে এটি এমন মাত্রার ঘটনা—যা আমরা কেউ কল্পনাও করিনি।

এটি ভয়াবহ।’ তিনি যোগ করেন, হামলায় তার একজন গণমাধ্যম উপদেষ্টা আহত হয়েছেন।

এক্সে ছড়িয়ে পড়া ভিডিওগুলোতে দেখা যায়, একাধিক গুলির শব্দ ও পুলিশ সাইরেনের মধ্যে সৈকত ও আশপাশের পার্ক থেকে মানুষ দিগ্বিদিক ছুটছে। একটি ভিডিওতে কালো শার্ট পরা এক ব্যক্তিকে বড় অস্ত্র দিয়ে গুলি ছুড়তে দেখা যায়; পরে সাদা টি-শার্ট পরা এক ব্যক্তি তাকে ধাক্কা দিয়ে ফেলে অস্ত্র কেড়ে নেন। আরেক ভিডিওতে একটি পথচারী সেতু থেকে একজনকে গুলি চালাতে দেখা যায়।

আরেকটি ভিডিওতে ছোট একটি পথচারী সেতুর ওপর ইউনিফর্মধারী পুলিশ দুই ব্যক্তিকে মাটিতে চেপে ধরে রেখেছে।

LEAVE A REPLY