যার অসাধারণ ব্যাটিংয়ের সৌজন্যেই চট্টগ্রাম চ্যালেঞ্জার্স প্লে অফে উঠেছে, সেই উইল জ্যাকসই আজ এলিমিনেটর ম্যাচের আগে হঠাৎ অসুস্থ হয়ে গেলেন। ফাইনালের পথে টিকে থাকার লড়াইয়ে তাকে ছাড়াই খুলনা টাইগার্সের বিপক্ষে মাঠে নেমেছে চট্টগ্রাম। আজকের ম্যাচে তাকে ১৫তম সদস্য হিসেবে রাখা হয়েছে।
এমনিতেই চট্টগ্রাম চ্যালেঞ্জার্সকে নিয়ে বিপিএলের শুরু থেকেই নানা নেতিবাচক গুঞ্জন ছিল।
একের পর এক অধিনায়ক পরিবর্তন, ফিক্সিংয়ের অভিযোগসহ নানা বিষয়ে জর্জরিত দলটি। উইল জ্যাকসের হঠাৎ অসুস্থতা তাতে নতুন মাত্রা যোগ করে। তবে খোঁজ নিয়ে জানা গেছে, উইল জ্যাকস ফুড পয়জনিংয়ের শিকার হয়েছেন।
চট্টগ্রাম চ্যালেঞ্জার্স ফ্র্যাঞ্চাইজি সূত্রে জানা গেছে, মাঠে আসার উদ্দেশ্যে হোটেল থেকে টিম বাসে ওঠার আগমুহূর্তে আগ্রাসী এই ওপেনার অসুস্থ হয়ে পড়েন। তিনি বাস থেকে নেমে বমিও করেছেন। এরপর অবশ্য তিনি শেরে বাংলা স্টেডিয়ামে পৌঁছেন। কিন্তু মাঠে নামার মতো অবস্থায় ছিলেন না। চিকিৎসক তাকে বিশ্রামে থাকতে বলেছেন। পরে মাঠ থেকে তাকে হোটেলে পাঠানো হয়।










































