বাবর আজমকে ধুয়ে দিলেন শোয়েব মালিক

পাকিস্তানের টি-টোয়েন্টি বিশ্বকাপ দলে সুযোগ হয়নি বর্ষীয়ান অলরাউন্ডার শোয়েব মালিকের।  দলে সুযোগ না পাওয়ায় এবার তিনি অধিনায়ক বাবর আজমকে সরাসরি কাঠগড়ায় দাঁড় করিয়েছেন।  তার বক্তব্য, একমাত্র বাবর চাইলেই তিনি পাকিস্তান দলে সুযোগ পেতে পারেন। অন্যদিকে মোহাম্মদ হাফিজ বলেছেন, তিনি আগেই শোয়েবকে অবসর নিতে বলেছিলেন।

‘ক্রিকেট পাকিস্তান’কে দেওয়া একটি ইউটিউব সাক্ষাৎকারে শোয়েব বলেছেন, ‘গত বছর টি-টোয়েন্টি বিশ্বকাপের সময় বাবর আমাকে জিজ্ঞেস করেছিল, আমি আরো খেলে যাব নাকি অবসর নেওয়ার কথা ভাবছি? তখন আমি বলেছিলাম, যে পরিস্থিতি তৈরি হয়েছে তাতে আমি আর খেলতে চাই না। তবে আমি বাবরকে বলেছিলাম, তারা চাইলে আমি খেলব। ’

অবশ্য খেলতে না চাইলেও অবসরের ঘোষণা দেননি শোয়েব। তিনি আরো বলেছেন, ‘আমি বাবরকে বলেছিলাম, পাকিস্তানের জন্য আমি সব সময় মাঠে নামতে তৈরি।  তবে কোন কোন সিরিজে আমি খেলতে পারব, সেটা বাবরের হাতে। সে বলেছিল, আমি দলে সুযোগ পাব কি না সেটা আমাকে জানিয়ে দেওয়া হবে। বাবর চাইলে তবেই আমি আবার পাকিস্তান দলে সুযোগ পাব। ’

এদিকে শোয়েব বনাম পিসিবির বাগযুদ্ধে মুখ খুলেছেন সাবেক অলরাউন্ডার মোহাম্মদ হাফিজ। তার বক্তব্য, তিনি নাকি আরো আগেই শোয়েবকে অবসর নিতে বলেছিলেন। কারণ তিনি জানতেন, পাকিস্তানে এভাবেই ক্রিকেটারদের অপমান করা হয়। শোয়েব পাকিস্তান ক্রিকেটের জন্য যা করেছেন, তারপর এই অপমানটা নিশ্চয়ই তার প্রাপ্য ছিল না।  

LEAVE A REPLY