আসলে কী ধরনের রোগে আক্রান্ত হয়েছেন সামান্থা?

সামান্থা রুথ প্রভু

মনোজ বাজপেয়ীর সঙ্গে ফ্যামিলি ম্যান দ্বিতীয় সিজনে অভিনয় করে উপমহাদেশের দর্শকদের নজরে আসেন সামান্থা। এরপর ‘পুষ্পা’ ছবিতে একটি গানে তাঁর পারফরম্যান্সই তাঁকে তুলে এনেছিল আলোচনার কেন্দ্রবিন্দুতে।  

দক্ষিণী ছবির মতোই বলিউডে তাঁকে দেখার জন্য উদগ্রীব দর্শক। সম্প্রতি মুক্তি পেয়েছে তাঁর আগামী ছবি ‘যশোদা’র ট্রেইলার।

কিন্তু এরই মাঝে মন খারাপের খবর জানালেন অভিনেত্রী। মায়োসাইটিসে আক্রান্ত তিনি। বেশ কয়েক দিন ধরেই অসুস্থ তিনি। ইনস্টাগ্রামে নিজেই জানালেন বিষয়টি।

হাসপাতালের বিছানায় অর্ধশোয়া অভিনেত্রী নিজের এমন একটি ছবি দিয়ে লিখেছেন, ‘যশোদা ট্রেইলার দেখে আপনারা যা প্রতিক্রিয়া দিয়েছেন তাতে আমি উচ্ছ্বসিত। আপনাদের সঙ্গে আমার যে ভালোবাসার সম্পর্ক, এটা তারই প্রতিফলন আর এটাই আমার জীবনের অনন্ত চ্যালেঞ্জ অতিক্রম করতে শক্তি জোগান দেয়। কিছু মাস আগেই আমার শরীরে একটি অটোইমিউন কন্ডিশন ধরা পড়ে, যার নাম মায়োসাইটিস। ’

সামান্থা লিখেছেন, ‘সুস্থ হওয়ার পরই আমি এই খবর জানাব আশা করেছিলাম। কিন্তু আমি যতটা সময় ভেবেছিলাম, সুস্থ হতে তার থেকে একটু বেশি সময় লাগবে। ধীরে ধীরে আমি বুঝতে পারছি যে আমাদের সব সময় শক্তিশালী থাকার দরকার নেই। কখনো কখনো এই যে অসুবিধার সঙ্গে আমি লড়ছি, তারও দরকার আছে। চিকিৎসকরা আত্মবিশ্বাসী যে আমি খুব তাড়াতাড়ি পুরোপুরি সুস্থ হয়ে উঠব। শারীরিকভাবে ও মানসিকভাবে ভালো দিন, খারাপ দিন পার করে এসেছি। যখন মনে হচ্ছিল যে আর এক দিনও আমি এই পরিস্থিতি সহ্য করতে পারব না, সেই সময়ও পেরিয়ে গেছে। এখন প্রতিদিন মনে হয়, সুস্থ হওয়ার দিকে আরো এক কদম এগোলাম। এটাও পার হয়ে যাবে। ’

কী এই রোগের লক্ষণ―

১) বসা অবস্থা থেকে উঠে দাঁড়াতে অসুবিধা

২) সিঁড়ি দিয়ে উঠতে সমস্যা

৩) হাত তুলতে অসুবিধা

৪) কিছুক্ষণ হাঁটার বা দাঁড়ানোর পরেই ক্লান্তি

৫) শ্বাস নিতে সমস্যা

৬) পেশিতে ব্যথা

৭) চোখের পাতা, কনুই, হাতের পায়ের গাঁট, হাঁটুতে লাল ও বেগুনি রঙের ব়্যাশ।

প্রসঙ্গত, সম্প্রতি প্রকাশ্যে এসেছে তাঁর আগামী ছবি ‘যশোদা’র ট্রেইলার। আগামী ১১ নভেম্বর বড় পর্দায় মুক্তি পাবে ‘যশোদা’।

সূত্র : জিনিউজ, ইনস্টাগ্রাম, ওয়েবসাইট

LEAVE A REPLY