
সংগৃহীত ছবি
ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে আসাটা বিশ্ব ক্রীড়াঙ্গনেরই রেওয়াজ। দলের অধিনায়ক, কোচ বা অন্য কোনো খেলোয়াড়কে সংবাদ সম্মেলনে পাঠানো হয়। কিন্তু আইপিএল দল গুজরাট টাইটান্সের ক্ষেত্রে নিয়মটা একটু ভিন্ন। আইপিএল চলার সময় দলের কোনো সতীর্থ মিডিয়ার কাছে সাক্ষাৎকার দিক, সেটা চান না দলটির অধিনায়ক হার্দিক পান্ডিয়া। কারণ তিনি সতীর্থদের কোনো অস্বস্তিকর পরিস্থিতিতে ফেলতে চান না।
বড় টুর্নামেন্টে সাফল্যের মতোই থাকে ব্যর্থতাও। কখনও কখনও কিছু বিষয় নিয়ে তৈরি হয় বিতর্ক। সাংবাদিকদের অনেক প্রশ্ন ক্রিকেটারদের জন্য অস্বস্তিকর হয়। কিছু প্রশ্ন বিড়ম্বনায় ফেলে। হার্দিক বলেছেন, ‘ম্যাচের পর সাংবাদিকদের মুখোমুখি হওয়া বা পুরস্কার বিতরণের ক্ষেত্রে আমি একটা নিয়ম তৈরি করেছি। অধিনায়ক হিসাবে আমারই সাংবাদিকদের মুখোমুখি হওয়া উচিত। সাংবাদিক সম্মেলন বা সাক্ষাৎকারের সময় নিজেই যেতে চাই। এটা খুব গুরুত্বপূর্ণ।’
এখন পর্যন্ত পাঁচবার আইপিএল চ্যাম্পিয়ন হয়েছেন হার্দিক। এর মধ্যে চারবার মুম্বাই ইন্ডিয়ান্সের হয়ে। আর গত মৌসুমে গুজরাটের অধিনায়ক হিসেবে প্রথমবারই চ্যাম্পিয়ন করেছেন দলকে। তিনি আরও বলেন, ‘সংবাদ সম্মেলনে দেওয়া বক্তব্যের অন্যরকম ব্যাখ্যা করা হয়। সেটা থেকে বিতর্ক হয়। আমি চাই না যে আমার দলের ক্রিকেটাররা তেমন পরিস্থিতিতে পড়ুক। আবার কেউ ভুল করে কিছু বলে ফেললে সেটাও অন্যরকমভাবে উপস্থাপিত হতে পারে। যা আমাদের দলের বিপক্ষে যেতে পারে। দলের মধ্যে উত্তেজনা তৈরি হতে পারে। অধিনায়ক হিসাবে আমি চাই না এমন কিছু হোক।’









































