ছবি : ক্রিকইনফো
আইপিএলের ষোড়শ আসরের ২৯টি ম্যাচ ইতোমধ্যেই অনুষ্ঠিত হয়েছে। ১০ দলের আসরে এগিয়ে থাকা দলগুলোর মাঝে শুরু হয়ে গেছে প্লে অফের হিসাব নিকাশ। এর মাঝেই এবার আইপিএল তিনটি প্লে-অফ ও ফাইনালের সূচি ঘোষণা করল ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)। সেইসঙ্গে জানানো হয়েছে ভেন্যুর নাম।
২৩ প্রথম কোয়ালিফায়ার ও ও ২৪ মে এলিমিনেটর ম্যাচ হবে চেন্নাইয়ের এমএ চিদাম্বরম স্টেডিয়ামে। ২৬ মে দ্বিতীয় কোয়ালিফাইয়ার ও ২৮ মে ফাইনাল আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে। গত আসরেও আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে দ্বিতীয় কোয়ালিফাইয়ার ও ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হয়েছিল।
উল্লেখ্য, গত ৩১ শে মার্চ থেকে শুরু হয়েছে আইপিএলের ষোড়শ আসর। ২১ মে শেষ হবে লিগ পর্বের খেলা। এরপর শুরু হবে প্লে-অফ পর্ব। এই রিপোর্ট লেখা পর্যন্ত ৬ ম্যাচে ৪ জয় নিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে আছে রাজস্থান রয়্যাল। পরের তিনটি স্থানে যথাক্রমে- লখনৌ সুপার জায়ান্ট, চেন্নাই সুপার কিংস এবং গুজরাট টাইটান্স আছে।











































