চাঁদার দাবিতে নারায়ণগঞ্জের সোনারগাঁও পৌরসভার বাড়িগন্ধব এলাকায় এক সিএনজি বেবিট্যাক্সি চালককে কুপিয়ে আহত করে ২ ছাত্রলীগকর্মী। পরে এলাকাবাসী ওই দুই ছাত্রলীগকর্মীকে আটক করে গণধোলাই দেয়।
জানা যায়, সোনারগাঁও পৌরসভার নোয়াইল পশ্চিমপাড়া এলাকার মৃত আনার হোসেনের ছেলে ছাত্রলীগকর্মী মুছা (৩০) ও দরপত গ্রামের মৃত শাহজাহানের ছেলে ছাত্রলীগকর্মী আলালের (২৫) নেতৃত্বে ৫-৬ জনের একটি দল গত সোমবার রাতে স্থানীয় বাড়িগন্ধব এলাকায় সিএনজি বেবিট্যাক্সি চালক ফারুকের বাড়িতে গিয়ে মোটা অংকের চাঁদা দাবি করে। দাবীকৃত চাঁদার টাকা না পেয়ে তারা ফারুককে কুপিয়ে আহত করে।
এসময় তার আত্ম-চিৎকারে এলাকাবাসী ছুটে এসে ছাত্রলীগকর্মী মুছা ও আলালকে আটক করে গণধোলাই দেয়। এসময় ওই দুই ছাত্রলীগকর্মীর সহযোগীরা দৌড়ে পালিয়ে যায়। এ ঘটনায় মঙ্গলবার সোনারগাঁও থানায় একটি অভিযোগ দায়েরের প্রস্তুতি চলছিল।