ন্যাটোর ভূখণ্ডে রুশ ড্রোন বিধ্বস্ত

লাটভিয়ার প্রেসিডেন্ট রবিবার বলেছেন, একটি রুশ সামরিক ড্রোন তার ভূখণ্ডে বিধ্বস্ত হয়েছে। একই সঙ্গে তিনি ন্যাটোর পূর্ব সীমান্তে আকাশসীমা লঙ্ঘন বেড়েছে বলেও অভিযোগ করেন।

লাটভিয়ার প্রেসিডেন্ট এডগারস রিংকেভিক্স এক্সে লিখেছেন, একটি ‘রুশ সামরিক ড্রোন…গতকাল লাটভিয়ার পূর্বাঞ্চলে বিধ্বস্ত হয়েছে। তদন্ত চলছে’।

বাল্টিক দেশটি এক সময় সোভিয়েত ইউনিয়নের শাসনভুক্ত ছিল। কিন্তু এখন ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) ও ন্যাটোর সদস্য। স্বাধীনতার পর থেকে মস্কোর সঙ্গে দেশটির উত্তেজনাপূর্ণ সম্পর্ক রয়েছে। রাশিয়া ২০২২ সালের ফেব্রুয়ারিতে ইউক্রেনে যুদ্ধ শুরুর পর থেকে সম্পর্ক আরো খারাপ হয়েছে।

সুইডেনের আকাশসীমা লঙ্ঘন করেছে রুশ বোমারু বিমান

প্রেসিডেন্ট আরো বলেছেন, ‘আমরা আমাদের মিত্রদের সঙ্গে ঘনিষ্ঠ যোগাযোগ রাখছি। ন্যাটোর পূর্ব প্রান্তে এই ধরনের ঘটনার সংখ্যা বাড়ছে এবং আমাদের অবশ্যই সম্মিলিতভাবে এর মোকাবেলা করতে হবে।’

অন্যদিকে লাটভিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, ড্রোনটি বেলারুশ থেকে তাদের দেশের আকাশসীমায় প্রবেশ করে এবং রেজেকনে পৌরসভায় বিধ্বস্ত হয়।

প্রতিরক্ষামন্ত্রী আন্দ্রিস স্প্রুডস বলেছেন, ‘এই পরিস্থিতি নিশ্চিত করে, আমরা লাটভিয়ার পূর্ব সীমান্তকে শক্তিশালী করার জন্য যে কাজ শুরু করেছি তা আমাদের চালিয়ে যেতে হবে, যার মধ্যে রয়েছে বিভিন্ন প্রয়োগের ইউএভির (ড্রোন) কার্যক্রম সীমিত করার জন্য বিমান প্রতিরক্ষা সক্ষমতা ও ইলেকট্রনিক যুদ্ধ ক্ষমতার উন্নয়ন’।

ন্যাটোর আরেক সদস্য রুমানিয়াও রবিবার জানিয়েছে, প্রতিবেশী ইউক্রেনের বেসামরিক অবকাঠামো লক্ষ্য করে ছোড়া একটি রুশ সামরিক ড্রোন গত রাতে তাদের আকাশসীমায় প্রবেশ করেছে। বুখারেস্ট মস্কোর ‘অবৈধ হামলায় নতুন লঙ্ঘনের’ তীব্র নিন্দা করেছে।আরো পড়ুন

হামলা শুরুর পর থেকে রাশিয়া বারবার রাত্রীকালীন আক্রমণ চালিয়েছে ইউক্রেনের শহরগুলোতে, বিশেষ করে শস্য রপ্তানি চুক্তি থেকে সরে আসার পর দক্ষিণের ওডেসা অঞ্চলে বন্দরগুলো লক্ষ্য করে। পোল্যান্ডও রাশিয়ার ক্ষেপণাস্ত্র বা ড্রোন ইউক্রেনে আক্রমণের জন্য তাদের আকাশসীমা লঙ্ঘনের অন্তত দুটি ঘটনা রেকর্ড করেছে, যার সর্বশেষটি ছিল ডিসেম্বর মাসে। গত মাসের শেষের দিকে ওয়ারশ ঘোষণা করেছিল, একটি উড়ন্ত বস্তু তাদের আকাশসীমায় প্রবেশ করেছে।

তবে পরে তারা সেই দাবি থেকে পিছু হটে।

সূত্র : এএফপি

LEAVE A REPLY