প্রধান উপদেষ্টার সঙ্গে আগামীকাল দেখা করবেন ক্রিকেটাররা

প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে আগামীকাল সৌজন্য সাক্ষাৎ করবেন বাংলাদেশ দলের ক্রিকেটারা। কালের কণ্ঠকে বিষয়টি নিশ্চিত করেছেন বিসিবির মিডিয়া ম্যানেজার রাবিদ ইমাম। তিনি জানিয়েছেন, আগামীকাল দুপুর ১টার দিকে ক্রিকেটাররা প্রধান উপদেষ্টার কার্যালয়ে তার সঙ্গে দেখা করতে যাবেন

প্রধান উপদেষ্টার সঙ্গে এই সাক্ষাতের উপলক্ষ সদ্য পাকিস্তানকে তাদের মাটিতে ধবলধোলাই করে এসেছে বাংলাদেশ।

সিরিজ জয়ের সময় ক্রিকেটারদের অভিনন্দন জানিয়েছিলেন প্রধান উপদেষ্টা ইউনূস। ফোনে তিনি বাংলাদেশ দলের অধিনায়ক নাজমুল হোসেন শান্তর সঙ্গে কথাও বলেন তখন।আরো পড়ুন

পাকিস্তানকে ধবলধোলাই করে ঐতিহাসিক সিরিজ জয় বাংলাদেশের

প্রধান উপদেষ্টা ইউনূস বলেছিলেন, ‘আমার ও সরকারের পক্ষ থেকে তোমাদের আন্তরিক অভিনন্দন। পুরো জাতি তোমাদের নিয়ে গর্বিত।

’ সে সময়ই জানা গিয়েছিল, দেশে ফিরলে সংবর্ধনা দেওয়া হবে নাজমুল-মুশফিকুর রহিমদের।

LEAVE A REPLY