আইসিসির কাছে দুঃসংবাদ পাওয়া ক্যারিবিয়ান পেসার বাদ দ্বিতীয় ওয়ানডেতে

আম্পায়ারারের সঙ্গে অসদাচরণ করায় জরিমানা গুণেছেন জোসেফ। ছবি : ক্রিকইনফো

বাংলাদেশের বিপক্ষে প্রথম ওয়ানডেতে ২ উইকেট নিয়ে ওয়েস্ট ইন্ডিজের জয়ে অবদান রেখেছেন আলজেরি জোসেফ। তবে সেন্ট কিটসের ওয়ার্নার পার্কের ম্যাচেই অসদাচরণ করায় শাস্তি পেয়েছেন ক্যারিবিয়ান পেসার।

আইসিসির কোড অব কন্ডাক্টের ধারা ভঙ্গ করায় জোসেফকে ম্যাচ ফির ২৫ শতাংশ জরিমানা করেছে ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা। সঙ্গে পেসারের নামের পাশে জমা হয়েছে ১ ডিমেরিট পয়েন্টও।

সর্বশেষ ২৪ মাসে এবারই প্রথম ডিমেরিট পাওয়ার ঘটনা ক্যারিবিয়ান পেসারের।

টস হেরে ব্যাটিংয়ে বাংলাদেশ

জোসেফের বিরুদ্ধে কোড অব কন্ডাক্টের ২.৩ ধারা ভঙ্গের প্রমাণ পেয়েছে আইসিসি। ধারাটি হচ্ছে- খেলোয়াড় এবং খেলোয়াড়দের সহায়তাকারিদের যা অশ্লীল ভাষা সম্পর্কিত। বল করার পর জোসেফ মাঝ পিচ মাড়ালে তাকে তা মানা করেন আম্পায়াররা।

কিন্তু তার বিপরীতে আম্পায়ারদের প্রতি আপত্তিকর ও অশ্লীল ভাষা ব্যবহার করেন তিনি। 

ম্যাচ শেষে তাই দুই ফিল্ড আম্পায়ার কুমার ধর্মসেনা-লেসলি রেইফার, তৃতীয় আম্পায়ার আসিফ ইয়াকুব ও চতুর্থ আম্পায়ার গ্রেগরি ব্রাথওয়েট অভিযোগ দায়ের করেন। তার ফল হিসেবে ম্যাচ রেফারি জেফ ক্রো জোসেফকে এমন শাস্তি দেন। ওয়েস্ট ইন্ডিজ পেসার তা মেনে নেওয়ায় শুনানির আর প্রয়োজন পড়েনি।

আইসিসির কাছ থেকে এমন দুঃসংবাদ পাওয়ার পর দ্বিতীয় ওয়ানডেতে তার জায়গাও হয়নি। তার পরিবর্তে একাদশে সুযোগ পেয়েছেন অভিষিক্ত পেসার মারকুইনো মিন্ডলি।

LEAVE A REPLY