ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের অধিনায়ক লিটন। ছবি : ক্রিকইনফো
দল ঘোষণার আগেই গুঞ্জন উঠে ওয়েস্ট ইন্ডিজ সফরে যাচ্ছেন রিপন মণ্ডল। সেই গুঞ্জনটাই সত্যি হয়েছে। প্রথমবারের মতো জাতীয় দলে ডাক পেয়েছেন এই পেসার। আজ তাকে রেখে ১৫ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ৩ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজেও নিয়মিত অধিনায়ক নাজমুল হোসেন শান্তকে পাচ্ছে না বাংলাদেশ। এর আগে ওয়ানডে ও টেস্ট দলেও ছিলেন না তিনি। তিনি না থাকায় দলের নেতৃত্ব দেবেন লিটন দাস।
রিপন প্রথমবারের মতো ডাক পেলেও বাংলাদেশের হয়ে অভিষেক তার আগেই হয়েছে।
গত বছর এশিয়ান গেমসে বাংলাদেশের হয়ে ৩ ম্যাচ খেলেছেন তিনি। তার প্রথমের সিরিজে এক বছর পর দলে ফিরেছেন আফিফ হোসেন ধ্রুব। সর্বশেষ গত বছরের ডিসেম্বরে নিউজিল্যান্ডের বিপক্ষে খেলেছেন বাঁহাতি ব্যাটার।
তিন ম্যাচের সিরিজটি শুরু হবে আগামী ১৬ ডিসেম্বর।
বাকি দুটি হবে ১৮ ও ২০ ডিসেম্বর। সব ম্যাচই হবে সেন্ট ভিনসেন্টের কিংস্টনে।
বাংলাদেশ দল : লিটন দাস (অধিনায়ক), সৌম্য সরকার, তানজিদ হাসান, পারভেজ হোসেন ইমন, আফিফ হোসেন, মেহেদী হাসান মিরাজ, জাকের আলি, শামীম হোসেন, শেখ মেহেদী, রিশাদ হোসেন, নাসুম আহমেদ, তাসকিন আহমেদ, তানজিম হাসান, হাসান মাহমুদ ও রিপন মণ্ডল।