ওয়ার্নার পার্কে কাঁপাকাঁপি চলছে বাংলাদেশের

গ্লোবাল সুপার লিগের প্রথম আসরে দুর্দান্ত ব্যাটিং করেছেন সৌম্য সরকার। ফাইনালে অপরাজিত ৮৬ রান করে রংপুর রাইডার্সকে চ্যাম্পিয়নও করেন বাঁহাতি ব্যাটার। তার এমন ব্যাটিংটাই ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দেখার অপেক্ষায় ছিল বাংলাদেশের সমর্থকরা।

আশার পারদটা আরো বাড়ে টুর্নামেন্টটি ওয়েস্ট ইন্ডিজে হওয়ায়।

কেননা ক্যারিবিয়ানেই দ্বিপক্ষীয় ওয়ানডে সিরিজ খেলছে বাংলাদেশ। কিন্তু সিরিজে আশাহত করেছেন সৌম্য। প্রথম ইনিংসে ১৯ রান করলেও আজ করেছেন মাত্র ২ রান। তার মতো দলের অবস্থাও নাজুক।

একের পর এক উইকেট হারিয়ে কাঁপাকাঁপি চলছে বাংলাদেশের। প্রতিবেদন লেখা পর্যন্ত বাংলাদেশের সংগ্রহ ২১ ওভারে ৬ উইকেটে ১০৪ রান। ৮ রান করা মাহমুদ উল্লাহ রিয়াদকে সঙ্গ দিচ্ছেন ব্যাটিংয়ে নামা রিশাদ হোসেন।

টস হেরে ব্যাটিংয়ে নেমে শুরুটা আক্রমণাত্মক ব্যাটিংয়ে করেছিলেন তানজিদ হাসান তামিম।

কিন্তু তার সঙ্গে তাল মেলাতে পারেননি সৌম্য। উল্টো দলীয় ২৬ রানের সময় আউট হয়ে দলকে বিপদে ফেলে যান। তিনে নেমে লিটন দাস প্রথম ইনিংসের চেয়ে উন্নতি করলেও তা যত সামান্য। প্রথম ওয়ানডেতে ২ রান করা লিটন আজ আউট হয়েছেন ৪ রানে। সর্বশেষ ১২ ওয়ানডেতে করতে পারেননি ফিফটি।

জেডন সিলসের তোপে শুরুতেই এলোমেলো হওয়া বাংলাদেশকে পথ দেখানোর জন্য মাঠে নামেন মেহেদী হাসান মিরাজ। তবে প্রথম ওয়ানডেতে ৭৪ রান করে সামনে থেকে নেতৃত্ব দেওয়ার কাজটা করলেও আজ ১ রানে বিদায় নিয়েছেন তিনি। অন্যদিকে এক প্রান্ত আগলে রেখে দারুণ ব্যাটিং করছিলেন তানজিদ তামিম।

কিন্তু টানা দ্বিতীয় ফিফটি পাওয়ার আগেই বিদায় নেন তানজিদ তামিমও। ৪৬ রানে বিদায় নিলে বাংলাদেশের ব্যাটিং অর্ডার যায় ধসে। এতে ৬৪ রান করতেই বাংলাদেশ হারায় ৪ উইকেট। সেখান থেকে পঞ্চম উইকেটে ৩৬ রানের জুটি গড়ে শুরুর ধাক্কা সামলানো চেষ্টা করছিলেন আফিফ হোসেন ও মাহমুদ উল্লাহ। ২৪ রানে আফিফ আউট হলে আবারও চাপে পড়ে বাংলাদেশ। ৩ রান করে দ্রুত ফিরে যান জাকের আলী অনিকও। বাংলাদেশের ৬ উইকেটের ৩টিই নিয়েছেন সিলস।

LEAVE A REPLY