নতুন মিশনে টম ক্রুজ

স্কারলেট জোহানসন ও টম ক্রুজ

দীর্ঘ ২৫ বছরেরও বেশি সময় ধরে ‘মিশন ইম্পসিবল’ দিয়ে ভক্তদের বিনোদন দিচ্ছেন হলিউড তারকা টম ক্রুজ। সামনে আসছে তার ‘মিশন ইম্পসিবল-দ্য ফাইনাল রেকনিং’। এটি মিশন ইম্পসিবল ফ্র্যাঞ্চাইজির শেষ সিনেমা বলেই ধরে নেওয়া হচ্ছে। এরপর নতুন মিশনে নামবেন হলিউড মেগাস্টার।

আরজি কর হত্যাকাণ্ড মামলার রায়ে ক্ষোভে ফুঁসছে টলিউড

হলিউড সূত্রে জানা গেছে, মিশন ইম্পসিবল: ৮-এর পর ভক্তদের চমকে দিয়ে টম এবার শুটিং করতে চলেছেন ‘দ্য গান্টলেট’ সিনেমাতে। জানা যায়, মিশন: ইম্পসিবল ৮ সিনেমাটি শেষ হওয়ার পর টম ক্রুজ এবং পরিচালক ক্রিস্টোফার ম্যাককোয়ারি একটি দীর্ঘ ছুটিতে যাবেন। তবে তার পরই তারা ১৯৭৭ সালের ক্লিন্ট ইস্টউডের থ্রিলার ‘দ্য গান্টলেট’র রিমেকের শুটিং করবেন।

এ বিষয়ে গত বছর পরিচালক ক্রিস্টোফার ম্যাককোয়ারি জানান, তাদের পরবর্তী সিনেমাটি মিশন: ইম্পসিবল সিরিজের চেয়েও কঠিন হবে।

l/container.html” width=”300″ height=”250″>

সিনেমাটিতে নতুন এমন কিছু করতে চলেছি, যা আমরা অনেকদিন ধরেই টিমের সঙ্গে আলোচনা করছি। এটি টমের সাধারণ কাজের বাইরে নতুন কিছু হতে চলেছে।

ধারণা করা হচ্ছে, সিনেমাটির শুটিং ২০২৫ সালের শেষ দিকে শুরু হতে পারে। চলচ্চিত্রটিতে টমের বিপরীতে প্রধান নারী চরিত্রে অভিনয় করতে চলেছেন স্কারলেট জোহানসন।

তবে এখনো সিনেমার পূর্ণ চরিত্রের তালিকা প্রকাশ করেননি নির্মাতা।

LEAVE A REPLY