মেয়েরাও মেয়েদের বন্ধু হয়, প্রমাণ করলেন দুই অভিনেত্রী

নায়িকারা একে অপরকে সহ্য করতে পারেন না, এমন অনেক গল্প আছে। তবে ব্যতিক্রম দেখা গেল একটা ছবিতে। অভিনেত্রী ঋতাভরী চক্রবর্তী এবং শুভশ্রী গঙ্গোপাধ্যায় দুজনে প্রমাণ করছেন যে, মেয়েদের মধ্যে বন্ধুত্বও হয়।

শনিবার শুভশ্রীর ইন্ডাস্ট্রিতে ১৮ বছর পূর্ণ উপলক্ষে একটি ফ্যান মিটের আয়োজন করা হয়েছিল। সেখানে বেশ ব্যস্ত ছিলেন অভিনেত্রী। প্রচুর মানুষের সঙ্গে দেখা করেছেন তিনি। তাদের সঙ্গে গল্পের পাশাপাশি, এটাও দেখা গিয়েছে অনেকের সমস্যা শুনেছেন তিনি। লাল রঙের পোশাকে তাকে দেখা গিয়েছিল; কিন্তু সেই মানুষ ব্যস্ততা ছেড়ে হাজির হয়েছিলেন ঋতাভরীর অনুষ্ঠানে।

তার ক্যালেন্ডার লঞ্চ অনুষ্ঠানে গিয়েছিলেন শুভশ্রী। নিজের ব্যস্ত শিডিউলের থেকে সময় বের করে নিয়েছিলেন তিনি। সেই প্রসঙ্গেই যেখানে একজন নায়িকা আরেক নায়িকার পাশে দাঁড়িয়েছেন। ঋতাভরী বললেন, সত্যি সত্যিই আমাদের দুজনের মধ্যে মিউচুয়াল একটা ভালোবাসা থেকে বন্ধুত্ব আছে। তাই যারা বলে যে মেয়েরা মেয়েদের খারাপ চায়, নায়িকারা কোনোদিন বন্ধু হয় না, এটা আজকে তাদের কাছে আমাদের প্রমাণ। দুজনে দুজনের প্রতি এত সুন্দর একটা ভালোবাসা রেখে আমরা চলি।

ঋতাভরীর সঙ্গে সব কথার সায় দিলেন শুভশ্রীও। তিনিও বারবার বললেন, যে কথা বহুরূপী অভিনেত্রী বলছেন, সবটাই সঠিক। যারা বলেন যে, মেয়েরা মেয়েদের বন্ধু হয় না, তারা মিথ্যা বলেন।

ঋতাভরীর কথায়, আজকের দিনটা একটা বড় প্রমাণ যে মেয়েরা মেয়েদের সাপোর্ট করে। তারা চায় পরস্পরের পাশে থাকতে। আমরা দুজনেই চাই পরস্পর যেন ভালো কাজ করে। আর শুভশ্রী যে সবটা সামলে, নিজের ব্যস্ততা কাটিয়ে এখানে এসেছে এটাই আমার কাছে বড় পাওয়া।

এরপরই শুভশ্রী ঋতাভরীর কাজ নিয়ে প্রশংসা করেন। এত ভালো ভালো কাজ করছেন অভিনেত্রী, তার সঙ্গে সবকিছু সামলে নিচ্ছেন, সেই কথাও জানান রাজ ঘরণী।

LEAVE A REPLY