সংগৃহীত ছবি
স্বামী, সংসার, সন্তান নিয়ে বেশ সুন্দর সময়ই পার করছেন জনপ্রিয় কণ্ঠশিল্পী সানিয়া সুলতানা লিজা। পাশাপাশি গান নিয়ে ব্যস্ততা তো রয়েছেই। মেয়ে ছোট বলে অনেকদিন ধরেই দেশের বাইরে দীর্ঘ ট্যুরে যাওয়া হয়নি এই গায়িকার।
এবার তিনি যাচ্ছেন ইউরোপ ট্যুরে।
জুন-জুলাই মাসে ইউরোপের চারটি দেশে শো করবেন লিজা। এ ট্যুরটির নাম ‘বৈশাখী ফেস্টিভ্যাল উইথ সানিয়া সুলতানা লিজা’।
এরমধ্যে ২২শে জুন প্যারিসে, ২৯শে জুন বেলজিয়ামে, ৫ই জুলাই সুইজারল্যান্ডে ও ১২ই জুলাই স্পেনের কনসার্টে গান গাইবেন বলে জানা গেছে। শোগুলো আয়োজন করছে বেলগো বাংলা কালচারাল এসোসিয়েশন।
সানিয়া সুলতানা লিজা বলেন, জুন-জুলাইতে ইউরোপ ট্যুরে সকল প্রবাসী ভাইবোনদের পাশে পাবো বলে আশা করছি। অনেকদিন পর লম্বা বিদেশ সফরে যাচ্ছি। আশা করছি, সফল একটি সফর হবে এটি।











































