খলিল উল্লাহ খান
গুণী অভিনেতা খলিল উল্লাহ খান। বাংলা সিনেমায় দারুণসব অভিনয় দিয়ে মাতিরে রাখতেন তিনি। যদিও তিনি পেশাজীবন শুরু করেছিলেন সামরিক বাহিনীতে। সেখান থেকে আসেন অভিনয়ে।
আর মুগ্ধতা ছড়িয়ে গেলেন আমৃত্যু। গুণী অভিনেতা খলিল উল্লাহ খানের প্রয়াণ দিবস আজ।
২০১৪ সালের আজকের দিনে না-ফেরার দেশে পাড়ি জমিয়েছেন তিনি। টিভি নাটক দিয়ে অভিনয়ের সূচনা।
জহির রায়হানের ‘সোনার কাজল’-এ [১৯৫৯] নায়ক হয়ে আসেন চলচ্চিত্রে। অভিনয় করেছেন নায়ক, খল ও পার্শ্ব চরিত্র মিলিয়ে প্রায় আট শ ছবিতে।
অভিনয়ের জন্য ২০১২ সালে জাতীয় চলচ্চিত্র পুরস্কারে পেয়েছেন আজীবন সম্মাননা।