তামিম-সাকিব ভারতে মুখোমুখি হচ্ছেন না।
একসময় হরিহর আত্মা ছিলেন তামিম ইকবাল আর সাকিব আল হাসান। সেই তারা এখন বন্ধু থেকে অনেকটাই ‘শত্রু’। একসঙ্গে দলের হয়ে খেলা তো দূরে থাক, কেউ কারো ছায়াই মারাতে চান না তারা।
তবে দুজনই ক্রিকেটার হওয়ায় মুখোমুখি হতেই পারেন।
ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটের এই যুগে সেই সম্ভাবনাটা একটু বেশিই। সাকিব-তামিমের একে অপরের প্রতিপক্ষ হওয়ার তেমনি এক উপলক্ষ এসেছিল ভারতে। লিজেন্ড ৯০ লিগে তাদের লড়াই দেখতে মুখিয়েও ছিলেন দর্শক-সমর্থকরা। কিন্তু সেই আশাও গুঁড়েবালি।
হাসানই নন, বাংলাদেশ দলের সঙ্গী হচ্ছেন খালেদও
আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেওয়া ক্রিকেটারদের টুর্নামেন্টে আর দেখা হচ্ছে না সাকিব-তামিমের। সাকিব দুবাই জায়ান্টসের হয়ে না খেলার সিদ্ধান্ত নিয়েছেন বলে জানা গেছে। টুর্নামেন্টে খেলতে দুবাই পর্যন্ত আসলেও পরে ভারত না গিয়ে যুক্তরাষ্ট্রে ফিরে যান সাকিব। বিষয়টি তার এক ঘনিষ্ঠ সূত্র কালের কণ্ঠকে নিশ্চিত করেছে।
টুর্নামেন্টের দল বিগ বয়েজ উনিকারির হয়ে খেলবেন তামিম। ফরচুন বরিশালকে টানা দ্বিতীয়বার চ্যাম্পিয়ন করা অধিনায়ক শিগগিরই দলের ক্যাম্পে যোগ দেবেন। বিগ বয়েজে বাংলাদেশ থেকে সতীর্থ হিসেবে পাবেন বাঁহাতি স্পিনার আব্দুর রাজ্জাককে।আ
উইলিয়ামসনের ২০৬০ দিনের দীর্ঘ অপেক্ষার সেঞ্চুরিতে ফাইনালে নিউজিল্যান্ড
সাকিবের বিপক্ষে না পারলেও মোহাম্মদ আশরাফুলের মুখোমুখি হওয়ার সুযোগ পাচ্ছেন তামিম। একই টুর্নামেন্টের দল গুজরাট স্যাম্প আর্মির হয়ে খেলতে চুক্তিবদ্ধ হয়েছেন টেস্টে কম বয়সে সেঞ্চুরির রেকর্ড গড়া সাবেক বাংলাদেশি অধিনায়ক।
২০০১ সালে শ্রীলঙ্কার বিপক্ষে কলম্বোয় ১৭ বছর ৬১ দিনে সেঞ্চুরি করেন আশরাফুল।
রায়পুরে গত ৬ ফেব্রুয়ারি শুরু হওয়া টুর্নামেন্টে ৩ ম্যাচ খেলে এখন পর্যন্ত প্রতিটিতেই হেরেছে তামিমের দল বিগ বয়েজ। অন্যদিকে সমান ম্যাচে ১ জয় পেয়েছে সাকিবের দল দুবাই জায়ান্টস। আর আশরাফুলের দল গুজরাট আর্মি ২ ম্যাচে এক জয়-পরাজয় দেখেছে।