সংগৃহীত ছবি
ভারত-পাকিস্তান পাল্টাপাল্টি হামলার প্রভাব পড়েছে বাংলাদেশের এয়ারলাইনসগুলোতে। উদ্ভূত পরিস্থিতিতে পাকিস্তানের আকাশসীমা এড়িয়ে চলাচল করছে বাংলাদেশের বিভিন্ন এয়ারলাইনসের উড়োজাহাজ। এর ফলে ফ্লাইটে একটু বেশি সময় লাগছে।
বিমান বাংলাদেশ এয়ারলাইনসের জনসংযোগ বিভাগের মহাব্যবস্থাপক এ বি এম রওশন কবীর এই তথ্য জানিয়েছেন।
ভারত-পাকিস্তান ইস্যুতে বাংলাদেশের অবস্থান স্পষ্ট করল সরকার
তিনি জানান, ভারত-পাকিস্তান উত্তেজনার কারণে পাকিস্তানের আকাশসীমা এড়িয়ে যাচ্ছে বাংলাদেশের উড়োজাহাজগুলো। তবে এখনো ভারতের ওপর দিয়ে চলাচল স্বাভাবিক আছে।
এ বি এম রওশন কবীর আরো বলেন, বিকল্প রুটে চলাচল করার কারণে বিভিন্ন ফ্লাইটে একটু বেশি সময় লাগছে।