দক্ষিণ আফ্রিকার কোচ কনরাড। ছবি : ক্রিকইনফো
কাঁধের দায়িত্বটা বেড়ে গেল শুকরি কনরাডের। দক্ষিণ আফ্রিকার টেস্ট দলের কোচ এখন ক্রিকেটের অন্য দুই সংস্করণেরও কোচ। তিন সংস্করণে তার কোচ হওয়ার বিষয়টি আজ নিশ্চিত করেছে দক্ষিণ আফ্রিকা ক্রিকেট বোর্ড।
আগামী ২০২৭ সালের ওয়ানডে বিশ্বকাপ পর্যন্ত কনরাডকে দায়িত্ব দিয়েছেন প্রোটিয়া বোর্ড।
নামিবিয়া-জিম্বাবুয়ের সঙ্গে যৌথভাবে পরের বিশ্বকাপের আয়োজক দক্ষিণ আফ্রিকাই। ঘরের মাঠের বিশ্বকাপ শেষেই জানা যাবে ৫৮ বছর বয়সী কোচের মেয়াদ নতুন করে বাড়বে কিনা।
তিন সংস্করণের দায়িত্ব পেয়ে দারুণ খুশি কনরাড। দক্ষিণ আফ্রিকার কোচ বলেছেন, ‘তিন সংস্করণে কোচ হিসেবে আমার ওপর বিশ্বাস রাখায় আমি সত্যি সম্মানিত।
টেস্ট দলের কোচিং করানো আমার ক্যারিয়ারের বড় সুযোগ ছিল। এখন সাদা-বলের দায়িত্ব পাওয়াটা সত্যি বিশেষ কিছু। সামনের দিনের জন্য আমি ভীষণ রোমাঞ্চিত। সিনিয়র-জুনিয়র মিলিয়ে দক্ষিণ আফ্রিকার দলটায় অবিশ্বাস্য প্রতিভা রয়েছে।
’
এছাড়া দল নির্বাচনে একটা পরিবর্তন এনেছে দক্ষিণ আফ্রিকা। নির্বাচক কমিটির একজন আহ্বায়ক নিয়োগ দেবে তারা। এখনও অবশ্য আহ্বায়ককে নিয়োগ দেয়নি। আহ্বায়ক নির্বাচন করতে নিয়োগ বিজ্ঞপ্তিও দিয়েছিল তারা। যার সময় গত ২৯ এপ্রিল শেষ হয়েছে।এখন নামটাই জানার বাকি। এই আহ্বায়কের সঙ্গেই কোনো সিরিজ বা টুর্নামেন্টের দল নির্বাচন করতে হবে কনরাডকে।