ক্লাব বিশ্বকাপ থেকে বাদ পড়ার পরও সুখবর পেল জুভেন্টাস

সংগৃহীত ছবি

ক্লাব বিশ্বকাপে রিয়াল মাদ্রিদের কাছে হারের পরপর সুখবর পেলেন জুভেন্টাস ভক্তরা। কয়েক মৌসুম ধরে ক্ষতবিক্ষত ইতালিয়ান জায়ান্টদের আক্রমণভাগ পুনর্গঠনের প্রথম ধাপ শুরু হয়েছে। আর সেই পুনর্গঠনে লেগেছে কানাডিয়ান রঙ—নাম জোনাথন ডেভিড।

বুধবার সকালে জনপ্রিয় ফুটবল সাংবাদিক ফাব্রিজিও রোমানো ও মাত্তেও মোরেত্তোর বরাতে জানা যায়, ক্লাব বিশ্বকাপে রিয়াল মাদ্রিদের কাছে পরাজয়ের কিছুক্ষণের মধ্যেই জুভেন্টাস ও ২৫ বছর বয়সী কানাডিয়ান স্ট্রাইকার জোনাথন ডেভিডের মধ্যে চুক্তির বিষয়ে সমঝোতা হয়েছে।

ফরাসি ক্লাব লিঁলের সঙ্গে চুক্তির মেয়াদ ৩০ জুন শেষ হওয়ায় ফ্রিতেই তুরিনে যাচ্ছেন এই ফুটবলার। আর ক্লাবের নতুন ফুটবল অপারেশন্স প্রধান ড্যামিয়েন কোমোলির অধীনে এটিই হতে যাচ্ছে প্রথম বড় সাইনিং। 

চুক্তির আর্থিক বিবরণ অনুযায়ী, ডেভিড বছরে ৫ মিলিয়ন ইউরো বেতন পাবেন, সঙ্গে আরও ২ মিলিয়ন ইউরো বোনাস পাওয়ার সুযোগ থাকবে। দীর্ঘমেয়াদি এ চুক্তি ২০২৯ বা ২০৩০ সাল পর্যন্ত হতে পারে বলে ধারণা করা হচ্ছে।

২০২০ সালে বেলজিয়ান ক্লাব গেন্ট ছেড়ে ফরাসি ক্লাব লিঁলে যোগ দেন ডেভিড। তারপর টানা পাঁচ মৌসুম লিগ আঁতে ধারাবাহিক সাফল্য দেখিয়েছেন তিনি। গেলো মৌসুমেই তিনি করেছেন ১৬ গোল ও ৫টি অ্যাসিস্ট। এছাড়া চ্যাম্পিয়নস লিগেও দারুণ ফর্মে ছিলেন—১০ ম্যাচে করেছেন ৭ গোল।

LEAVE A REPLY