সংগৃহীত ছবি
ফ্রান্সের জাতীয় দল থেকে বাদ দেওয়া হয়েছে প্যারিস সেন্ট জার্মেইনের (পিএসজি) ফরোয়ার্ড ব্র্যাডলি বারকোলাকে। ফরাসি ফুটবল ফেডারেশন (এফএফএফ) জানিয়েছে, তার ডান হ্যামস্ট্রিংয়ে চোট ধরা পড়েছে। তবে পিএসজি সেই দাবি অস্বীকার করে বিবৃতি দিয়েছে, তাদের খেলোয়াড় একেবারে ফিট আছেন এবং সম্প্রতি দলের হয়ে লিগ আঁর ম্যাচেও মাঠে নেমেছিলেন।
এই ঘটনাকে কেন্দ্র করে নতুন করে উত্তেজনা দেখা দিয়েছে পিএসজি ও ফরাসি ফুটবল ফেডারেশনের মধ্যে।
বিশ্বকাপ বাছাইপর্বে আজারবাইজান ও আইসল্যান্ডের বিপক্ষে আসন্ন দুই ম্যাচের জন্য বারকোলাকে ডাক দিয়েছিল ফ্রান্স। দলের ক্যাম্পেও খেলোয়াড় পৌঁছান ক্লাবের দেওয়া একটি মেডিকেল সার্টিফিকেট নিয়ে, যেখানে তার ইনজুরির বিষয়ে কিছু উল্লেখ নেই।
এর আগে ১৭ সেপ্টেম্বরের ম্যাচে লিলের বিপক্ষে মাঠে নামেন বারকোলা। ম্যাচের ৫৯ মিনিটে তাকে উঠিয়ে নেওয়া হলেও তা ছিল স্বাভাবিক বদলি।
এমনকি তখন কোনো ইনজুরির লক্ষণও দেখা যায়নি। পিএসজির পক্ষ থেকেও ম্যাচের পর কোনো চোটের ঘোষণা আসেনি।
তবে জাতীয় দল দাবি করেছে, ওই ম্যাচেই খেলোয়াড় ডান হ্যামস্ট্রিংয়ে চোট পেয়েছেন। বিষয়টি নিয়ে ক্ষোভ প্রকাশ করেছে পিএসজি।
ক্লাবটির এক বিবৃতিতে বলা হয়েছে, ‘ফেডারেশনের প্রেস বিজ্ঞপ্তিতে প্রকাশিত তথ্য আমাদের মেডিকেল দলের রিপোর্টের সঙ্গে মোটেও সামঞ্জস্যপূর্ণ নয়।’
বিবৃতিতে আরো বলা হয়, ক্লাবের পক্ষ থেকে ফেডারেশনকে যে তথ্য পাঠানো হয়েছিল, সেখানে কোনো ইনজুরির উল্লেখ ছিল না। পাশাপাশি পিএসজি অভিযোগ করেছে, খেলোয়াড়ের ব্যক্তিগত চিকিৎসা সংক্রান্ত তথ্য প্রকাশ করে ফেডারেশন সীমা লঙ্ঘন করেছে।
এর আগেও উসমান ডেম্বেলে ও দিজিরে দুয়ের ইনজুরি নিয়ে পিএসজি ও এফএফএফ-এর মধ্যে বিরোধ তৈরি হয়েছিল। সেই সময়ও পিএসজি দাবি করেছিল, দুই খেলোয়াড়ের শারীরিক অবস্থার তথ্য আগেই পাঠানো হয়েছিল, তবুও তাদের ম্যাচে নামানো হয়— যার ফলে ইনজুরি আরো প্রকট হয়েছে।
পিএসজির মতে, খেলোয়াড়দের শারীরিক নিরাপত্তাকে অগ্রাধিকার দিতে ক্লাব ও জাতীয় দলের মধ্যে আরও ‘স্বচ্ছ ও সহযোগিতামূলক মেডিকেল সমন্বয়’ জরুরি।
এদিকে, বারকোলার চোটের খবর সত্যি হলে পিএসজির মূল আক্রমণভাগের প্রায় সবাই এখন ইনজুরিতে ভুগছেন। এছাড়া, ইনজুরিতে আছেন সদ্য ব্যালন ডি’অর জয়ী ডেম্বেলে, উদীয়মান তারকা দুয়ে ও জর্জিয়ান তারকা ফরোয়ার্ড খাভিচা কাভারাস্কেইয়াসহ দলের মূল চার ফরোয়ার্ড।











































