সংগৃহীত ছবি
শ্বাস কষ্ট নিয়ে কিছুদিন আগে হাসপাতালে ভর্তি হয়েছেন বর্ষীয়ান অভিনেতা ধর্মেন্দ্র। চিকিৎসকের পর্যবেক্ষণে রয়েছেন তিনি।
এরমধ্যে সোমবার রাত থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে অভিনেতার মৃত্যুর গুঞ্জন। মুহূর্তের মধ্যেই তা ভাইরাল হয়ে যায়, যা নিয়ে বেশ বিরক্ত অভিনেতার পরিবার।
রীতিমতো ক্ষোভ ঝাড়লেন অভিনেতার স্ত্রী হেমা মালিনী। এক পোস্টে তিনি লিখেন, একজন মানুষ ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছেন। আর সংবাদমাধ্যম তার ভুয়া মৃত্যুর খবর ছড়িয়ে দিচ্ছে! যে হারে ভুয়া খবর ছড়ানো হচ্ছে, তা ক্ষমার অযোগ্য।
এরপর কখনো সানি দেওল কখনো এশা দেওল সমাজমাধ্যমে বার্তা দিয়ে জানিয়েছেন, ধর্মেন্দ্র জীবিত।তিনি ধীরে ধীরে চিকিৎসায় সাড়া দিচ্ছেন। পাশাপাশি, নিরাপত্তাও বাড়ানো হয়েছে হাসপাতালের। মোতায়েন করা হয়েছে বাড়তি পুলিশ প্রহরা।
ধর্মেন্দ্রের শারীরিক অবস্থা জানিয়ে মঙ্গলবার সকালে অভিনেতার মেয়ে এশা দেওল সোশ্যালে লেখেন, “বাবার শারীরিক অবস্থা স্থিতিশীল।চিকিৎসায় সাড়া দিচ্ছেন।”
এশা আরো লেখেন, “সম্ভবত চাপে পড়ে সংবাদমাধ্যম বাবার ভুয়া মৃত্যুসংবাদ পরিবেশন করেছে। আমাদের বাবা আগের তুলনায় ভালো আছেন। চিকিৎসায় সাড়া দিচ্ছেন।”
অনুরাগী থেকে সংবাদমাধ্যম প্রত্যেকের কাছে তার অনুরোধ, তাদের অনুমতি ব্যতীত দেওল পরিবারের ব্যক্তিগত বিষয়ে তৃতীয় ব্যক্তি যেন হস্তক্ষেপ না করেন।











































