প্রেমের গুঞ্জন চলছিল অনেক দিন ধরেই। সেই জল্পনাই সত্যি হলো—অভিনেত্রী সামান্থা রুথ প্রভু এবার বিয়ে করলেন নির্মাতা রাজ নিধুমুরুকে। সোমবার সকালে ইশা যোগা সেন্টারের লিং ভৈরবী মন্দিরে সম্পন্ন হয়েছে তাদের বিয়ের আনুষ্ঠানিকতা। এনডিটিভির তথ্য অনুযায়ী, একসময়ের আলোচনায় থাকা এই সম্পর্কের গল্প বেশ নাটকীয়।
অ্যামাজন প্রাইম ভিডিওর জনপ্রিয় সিরিজ দ্য ফ্যামিলি ম্যান ২–এর কাজ করতে গিয়েই প্রথম দেখা সামান্থা ও রাজের। সিরিজটি পরিচালনা করেন রাজ, আর সামান্থা সেখানে অভিনয় করেন ‘রাজি’ চরিত্রে। তবে শুটিংয়ের সময় দুজনের সম্পর্ক কেবলই পেশাদার ছিল—সেটের বাইরে ব্যক্তিগত ঘনিষ্ঠতা তখনো গড়ে ওঠেনি।
সিরিজটির সাফল্যের পর দুজন আবার যুক্ত হন সিটাডেল: হানি বানি প্রকল্পে। কাজের সূত্রে ঘনিষ্ঠতা বাড়তে থাকে, আর সেখান থেকেই ব্যক্তিগত সম্পর্কের সূচনা। এরই মধ্যে চলচ্চিত্র প্রযোজনায় হাত দেন সামান্থা। ইনস্টাগ্রামে ‘নতুন শুরু’ ক্যাপশনে একটি ছবি পোস্ট করেন তিনি, যেখানে ছিলেন রাজও। এই পোস্ট থেকেই দুজনকে নিয়ে গুঞ্জন আরও জোরদার হয়।
এ বছরের সেপ্টেম্বরের এক ইনস্টাগ্রাম পোস্টে ত্রিশের ঘরে এসে ‘সত্যিকারের ভালোবাসা’ খুঁজে পাওয়ার কথা লিখেছিলেন সামান্থা। তখনই অনেকে অনুমান করেছিলেন, তিনি রাজকে ইঙ্গিত করছেন। এর আগেই নীরবে ডেটিং শুরু হয়েছিল তাদের।
জুলাইয়ে যুক্তরাষ্ট্রের মিশিগানের ডেট্রয়েট সফরে দুজনকে একসঙ্গে দেখা যায়। ভাইরাল হওয়া ছবিগুলোর একটিতে দেখা যায়, রাজ হাত ধরে হাঁটছেন সামান্থার সঙ্গে, আর সামান্থার কাঁধে স্বভাবসুলভ মমতায় রাখা রাজের হাত—দুজনের মুখে উজ্জ্বল হাসি।
সব গুঞ্জন ও আভাসের অবসান ঘটিয়ে সামান্থা রুথ প্রভু এবং রাজ নিধুমুরুর প্রেম অবশেষে বিয়েতে রূপ নিল। ইনস্টাগ্রামে বিয়ের ছবি প্রকাশ করে সামান্থা লিখেছেন তাদের বিশেষ দিনের তারিখ—‘০১.১২.২০২৫।’











































