ফিফা দ্য বেস্টে কাকে ভোট দিলেন মেসি

লিওনেল মেসি। ছবি : রয়টার্স


২০২৫ সালের ফিফা দ্য বেস্ট বর্ষসেরা ফুটবলারের স্বীকৃতি পেয়েছেন পিএসজির তারকা উইঙ্গার উসমান দেম্বেলে। মঙ্গলবার কাতারের দোহায় আয়োজিত জমকালো অনুষ্ঠানে তিনি এই মর্যাদাপূর্ণ পুরস্কার গ্রহণ করেন।

এই পুরস্কার জয়ে দেম্বেলে পেছনে ফেলেছেন বার্সেলোনার কিশোর সেনসেশন লামিনে ইয়ামালকে। ফাইনাল তালিকায় আরো ছিলেন রিয়াল মাদ্রিদের ফরাসি ফরোয়ার্ড কিলিয়ান এমবাপ্পে।

ভোটাভুটিতে আর্জেন্টিনা জাতীয় দলের অধিনায়ক লিওনেল মেসি নিজের প্রথম পছন্দ হিসেবে দেম্বেলেকে ভোট দেন। দ্বিতীয় পছন্দে তিনি রাখেন সাবেক পিএসজি সতীর্থ এমবাপ্পেকে এবং তৃতীয় পছন্দে ছিলেন লামিনে ইয়ামাল।

ফিফা জানিয়েছে, বিশ্বের প্রতিটি সদস্য দেশের একজন করে জাতীয় দলের কোচ, অধিনায়ক ও মিডিয়া প্রতিনিধি—এই তিন শ্রেণির ভোটের ভিত্তিতেই নির্ধারিত হয়েছে এ বছরের বিজয়ী। সে অনুযায়ী আর্জেন্টিনার অধিনায়ক হিসেবে মেসি তার ভোট প্রদান করেন।

২০২৪–২৫ মৌসুমে দেম্বেলের নেতৃত্বে পিএসজি ইতিহাসে প্রথমবারের মতো উয়েফা চ্যাম্পিয়নস লিগ জয়ের কীর্তি গড়ে। একই সঙ্গে তারা জেতে লিগ আঁ ও কুপ দে ফ্রঁস —ঘরে তোলে ঘরোয়া ডাবল শিরোপা। সব প্রতিযোগিতা মিলিয়ে ৫৩ ম্যাচে দেম্বেলের গোলসংখ্যা ৩৫।

উল্লেখ্য, মেসি ও দেম্বেলে বার্সেলোনায় টানা চার মৌসুম সতীর্থ হিসেবে খেলেছেন।

চলতি বছরের সেপ্টেম্বরে দেম্বেলে ব্যালন ডি’অর জেতার পরও সামাজিক মাধ্যমে তাকে অভিনন্দন জানান মেসি।

LEAVE A REPLY