আমাকে তালাবদ্ধ করে রাখা হতো : ববি

ইয়ামিন হক ববি

ঢাকাই চিত্রনায়িকা ইয়ামিন হক ববি। এক যুগেরও বেশি সময় ধরে শোবিজে পথচলা এই নায়িকার। শুরুটা মডেলিং দিয়ে হলেও পরবর্তীতে ব্যস্ত হয়ে পড়েন বড় পর্দায়। সম্প্রতি কালের কণ্ঠের সাক্ষাৎকারভিত্তিক আয়োজন ‘বিশ্বাসে মেলায় বন্ধু’তে হাজির হয়েছিলেন অভিনেত্রী।

 দেবাশীষ বিশ্বাসের উপস্থাপনা সেই অনুষ্ঠানটিতে নিজের ক্যারিয়ার ও পারিবারিক বিষয়ে অনেক কথা বলেন অভিনেত্রী। ববি জানান, নিজের ক্যারিয়ার গড়তে ফ্যামিলি থেকে কোনো সাপোর্ট পাননি তিনি।

‘হ্যাঁ, আমিই করেছি’, অপরাধ স্বীকার করলেন হামলাকারী

ববি বলেন, ‘আমার ফ্যামিলে থেকে জিরো সাপোর্ট ছিল। আমার মা কখনো সাপোর্ট দিতেন না।

বরং নির্মাতাদের বলতেন আমার মেয়েকে কাজে নেবেন না, ফোন দেবেন না। এমনকী আমাকে তালাবদ্ধও করে রাখা হতো। আমার মায়ের দুঃস্বপ্ন ছিল যে আমি শোবিজে আসবো। একসময় আমার ডেডিকেশন দেখে আমার বাবা সাইলেন্স হয়ে যায়।

আমার বাবা যদি আমাকে তখন না করতেন তাহলে হয়তো আমি আর আগাতাম না।’

সাক্ষাৎকারটি দেখুন এখানে –

LEAVE A REPLY