ময়মনসিংহে আজহারীর মাহফিল আজ, বিশাল প্রস্তুতি

সংগৃহীত ছবি

‘ময়মনসিংহ বিভাগের বন্ধুরা, ইনশাআল্লাহ আগামীকাল থাকছি—ময়মনসিংহের ঐতিহাসিক সার্কিট হাউস মাঠে, আল ইসলাম ট্রাস্টের উদ্যোগে আয়োজিত তাফসিরুল কুরআন মাহফিলে। আসুন, দেখা হবে, কথা হবে।’

জনপ্রিয় ইসলামিক স্কলার ড. মিজানুর রহমান আজহারী গতকাল শুক্রবার ময়মনসিংহের সার্কিট হাউস মাঠে তাফসিরুল কোরআন মাহফিল উপলক্ষে এই স্ট্যাটাস দিয়েছেন।

এদিকে আজ শনিবার সকাল থেকেই মাহফিলে মুসল্লিদের ঢল নেমেছে।

সকাল ৭টার মধ্যেই কানায় কানায় পূর্ণ হয়ে যায় ঐতিহাসিক সার্কিট হাউস মাঠের গোটা মাহফিল এলাকা। তাফসিরুল কোরআন মাহফিলে বাদ জোহর বয়ান করার কথা রয়েছে ড. মিজানুর রহমান আজহারীর।

গত বছরের ২৭ ডিসেম্বর কক্সবাজারের পেকুয়ায় মাহফিল করার মধ্য দিয়ে বিভাগীয় শহরগুলোতে পর্যায়ক্রমে যাচ্ছেন রহমান আজহারী। এরপর যশোর, লালমনিরহাট, সিলেট, পটুয়াখালী, চট্টগ্রাম, রংপুুর, ঢাকার পর এবার ময়মনসিংহে তিনি মাহফিল করছেন।

LEAVE A REPLY