বিদেশিনীর সঙ্গে শিল্পার ঝগড়ার কারণ জানালেন স্বামী রাজ

সম্প্রতি বলিউড অভিনেত্রী শিল্পা শেঠি ও তার পরিবারের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। এতে তাদের এক বিদেশিনীর সঙ্গে তর্কে জড়াতে দেখা যায়। ভিডিওটি ক্রোয়েশিয়ার একটি রেস্তোরাঁর বলে দাবি করা হচ্ছে। সেখানে শিল্পা ও তার পরিবার একসঙ্গে সময় কাটাতে গেলে এক পর্যায়ে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে।

ভিডিওটি ভাইরাল হওয়ার পর অনেকেই শিল্পার আচরণ নিয়ে প্রশ্ন তুলতে শুরু করেন। তবে পুরো ঘটনার ব্যাখ্যা দিয়েছেন শিল্পার স্বামী ও ব্যবসায়ী রাজ কুন্দ্রা। তিনি জানান, বিষয়টি ছিল একটি টেবিল ডাবল বুকিংয়ের কারণে সৃষ্ট বিভ্রান্তি।

ভারতীয় সংবাদমাধ্যম ‘হিন্দুস্তান টাইমস’কে দেওয়া এক বিবৃতিতে রাজ কুন্দ্রা বলেন, আমি এক বছর আগে শিল্পার ৫০তম জন্মদিন উদ্‌যাপনের জন্য ওই রেস্তোরাঁয় টেবিল বুক করেছিলাম। আমরা সেখানে গিয়ে জানতে পারি, আমাদের টেবিলটি অন্য একটি দলের কাছে দিয়ে দেওয়া হয়েছে। এটা ছিল বুকিং এজেন্টের ভুল, একটি ‘ডাবল বুকিং’।

তিনি আরও বলেন, আমার সঙ্গে ২০ জনেরও বেশি সদস্য ছিলেন—বৃদ্ধ বাবা-মা, শাশুড়ি ও অতিথিরা। তাদের অপেক্ষা করানো এবং পরে ফিরে যেতে বলা অত্যন্ত হতাশাজনক ছিল। আমি নিজেও একজন রেস্তোরাঁ মালিক হওয়ায় বুঝি, এরকম পরিস্থিতি অতিথিদের জন্য কতটা অপ্রীতিকর হতে পারে।

ঘটনার সময় উত্তেজনার কারণ ব্যাখ্যা করে রাজ বলেন, পরিস্থিতি সামাল দিতে গিয়ে আমি গলার স্বর কিছুটা উঁচু করেছিলাম, তখন আমাদের বলা হয়, শান্তভাবে কথা বলতে। সেই সময় একটি বিদেশিনীর সঙ্গে কথোপকথন চলছিল, যা ভিডিওতে ধরা পড়ে।

ভাইরাল হওয়া ভিডিওর ক্যাপশনে দাবি করা হয়, শিল্পাকে এক বিদেশিনি নিচু স্বরে কথা বলতে বলায় উত্তপ্ত বাক্য বিনিময় হয় এবং রাজ কুন্দ্রা রেগে গিয়ে বলেন, ‘তুমি জানো না আমরা কে!’ তবে এই বক্তব্যের সত্যতা নিয়ে রাজ কোনো মন্তব্য করেননি।

উল্লেখ্য, শিল্পা শেঠির ৫০তম জন্মদিন উপলক্ষে তারা ক্রোয়েশিয়ায় গিয়েছিলেন পরিবারের সদস্যদের নিয়ে। পরিস্থিতি নিয়ে মুখ খোলায় রাজ কুন্দ্রার ব্যাখ্যা অনেকের কৌতূহল দূর করেছে বলে মত দিয়েছেন নেটিজেনদের একাংশ।

LEAVE A REPLY