মজার গল্পে সচেতনতার নাটক ‘কেনা জামাই’

সংগৃহীত ছবি

বিনোদন ও শিক্ষামূলক বার্তার সংমিশ্রণে নির্মিত হয়েছে নতুন নাটক ‘কেনা জামাই’। মজার ছলে যৌতুকপ্রথার বিরুদ্ধে ও বিদেশগামীদের জন্য সচেতনতার বার্তা তুলে ধরার এই নাটকের গল্প ও চিত্রনাট্য লিখেছেন লিমন আহমেদ। নাটকটি পরিচালনা করেছেন জিয়াউদ্দিন আলম। 

ইশতিয়াক তন্ময়ের প্রযোজনায় নাটকটিতে অভিনয় করেছেন একঝাঁক জনপ্রিয় ও প্রতিশ্রুতিশীল অভিনয়শিল্পী।

প্রধান চরিত্রে রয়েছেন রাশেদ সীমান্ত ও অহনা রহমান। আরো আছেন শেলী আহসান, ফেয়ারারি অমিথ, আমরান হোসেন (ইমরান হাসু), তাবাসসুম মারিয়া, সূচনা শিকদার, রুহুল আমিন, আল-আমিন জমাদ্দার, মো. জামিল হোসেন, তুহিন খানসহ অনেকে।

অহনা বলেন, “শিল্পীদের অনেক দায় নিয়ে কাজ করতে হয়। সেই জায়গা থেকে ‘কেনা জামাই’ নাটকটি আমাকে তৃপ্তি দিয়েছে।

নাট্যকার খুব চমৎকার সংলাপ দিয়ে নাটকটিকে উপভোগ্য করেছেন। জিয়াউদ্দিন আলম ভাই বরাবরের মতো নির্মাণের মুন্সিয়ানা দেখিয়েছেন। আর রাশেদ সীমান্তের সঙ্গে আমার জুটির অনেক নাটক আছে, তার মধ্যে এই নাটকটি সবার প্রিয় তালিকায় থাকবে বলেই আমার বিশ্বাস।”

পরিচালক বলেন, ‘এই নাটকের কাহিনিতে হাস্যরসের পাশাপাশি সমাজের কিছু প্রচলিত বিষয়কে সচেতনভাবে তুলে ধরেছি।

বিশেষ করে যৌতুকপ্রথা যে একটি অভিশাপ সেই বিষয়ে বার্তা দেয়া হয়েছে। সেই সঙ্গে অনেকে ভাগ্য অন্বেষণে দেশ-পরিবার ছেড়ে বিদেশে যাওয়ার চেষ্টায় দালালদের খপ্পরে পড়ে নিঃস্ব হন। সেই বিষয়টিকেও আমরা তুলে ধরেছি নাটকে যেন সবাই সচেতন হতে পারেন।’

‘কেনা জামাই’ নাটকটি দেখা যাচ্ছে রূপকথার রঙ ইউটিউব চ্যানেলে।

LEAVE A REPLY