ছবি : এএফপি
মাদক পাচার ও গুরুতর হামলার দায়ে সাত বছর ছয় মাসের কারাদণ্ডপ্রাপ্ত সাবেক ডাচ তারকা উইঙ্গার কুইন্সি প্রোমেস-কে অবশেষে নেদারল্যান্ডসে প্রত্যার্পণ করা হয়েছে। গত সপ্তাহে দুবাইয়ে গ্রেপ্তার হওয়ার পর ডাচ পুলিশের অনুরোধে তাকে ফেরত পাঠানো হয়েছে বলে নিশ্চিত করেছে নেদারল্যান্ডসের প্রসিকিউটর অফিস।
৩৩ বছর বয়সী এই ফুটবলার ২০২০ সালে বেলজিয়াম থেকে এক টনের বেশি কোকেন নেদারল্যান্ডসে পাচারে জড়িত থাকার অভিযোগে ২০২৪ সালের ফেব্রুয়ারিতে ছয় বছরের কারাদণ্ডে দণ্ডিত হন। এছাড়াও ওই বছর এক পারিবারিক অনুষ্ঠানে নিজের চাচাতো ভাইয়ের হাঁটুতে ছুরি মারার ঘটনায় তাকে ১৮ মাসের জেল দেওয়া হয়েছিল।
তবে এখনও পর্যন্ত তিনি কোনো মামলাতেই কারাবাস শুরু করেননি।
ডাচ প্রসিকিউশনের একজন মুখপাত্র জানান, ‘প্রোমেস বর্তমানে নেদারল্যান্ডসে অবস্থান করছেন।’
প্রোমেস অবশ্য নিজের বিরুদ্ধে হওয়া সব অভিযোগ অস্বীকার করেছেন এবং উভয় মামলাতেই আপিল করেছেন বলে জানা গেছে।
২০০৯ সালে টুয়েন্টের হয়ে পেশাদার ফুটবলে অভিষেক হয় কুইনসি প্রোমেসের।
এরপর চার বছর কাটান রাশিয়ার স্পার্তাক মস্কোতে। এক মৌসুম খেলেন সেভিয়ার হয়ে স্পেনে, তারপর আয়াক্সের হয়ে ফিরে যান নেদারল্যান্ডসে। পরে আবারও রাশিয়ায় ফেরেন এবং ২০২৪ সালে যোগ দেন দুবাই ইউনাইটেডে।
জাতীয় দলের জার্সিতে ৫০টি ম্যাচ খেলে ৭ গোল করেছেন প্রোমেস।
২০১৪ সালে তার অভিষেক হয় ডাচ জাতীয় দলে, আর সর্বশেষ ম্যাচটি খেলেন ২০২৩ সালে।