ছবি : এএফপি
ভারতের হয়ে টেস্টে আবারও নিজের অলরাউন্ড নৈপুণ্যের ঝলক দেখালেন রবীন্দ্র জাদেজা। ব্যাট হাতে সেঞ্চুরির পর বল হাতে চার উইকেট নিয়ে তিনিই হয়ে উঠলেন ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ভারতের ইনিংস ও ১৪০ রানের জয়ের নায়ক।
আহমেদাবাদে অনুষ্ঠিত প্রথম টেস্টে টস জিতে প্রথম ইনিংসে ব্যাট করতে নেমে মাত্র ১৬২ রানে গুটিয়ে যায় ওয়েস্ট ইন্ডিজ। ভারতীয় পেসারদের আগুনে বোলিংয়ে ক্যারিবিয়ানরা দাঁড়াতেই পারেনি— মোহাম্মদ সিরাজ নেন ৪ উইকেট, জাসপ্রিত বুমরাহ শিকার করেন ৩টি।
জবাবে ব্যাটিংয়ে নেমে দারুণ ছন্দে খেলে ভারত। লোকেশ রাহুল, ধ্রুব জুরেল ও রবীন্দ্র জাদেজার সেঞ্চুরিতে ৫ উইকেটে ৪৪৮ রান করে ইনিংস ঘোষণা করে শুভমান গিলের দল। ১০৪ রানে অপরাজিত ছিলেন জাদেজা।
২৮৬ রানে পিছিয়ে থেকে দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমেও ঘুরে দাঁড়াতে পারেনি ওয়েস্ট ইন্ডিজ।
ভারতীয় স্পিনারদের ঘূর্ণিতে এবারও ভোগে তারা, গুটিয়ে যায় ১৪৬ রানে। জাদেজা একাই নেন ৪ উইকেট, সিরাজ যোগ করেন আরো ৩টি। জয়ে সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেল ভারত।










































