সংগৃহীত ছবি
৬০ কোটি রুপি জালিয়াতির অভিযোগে বলিউড অভিনেত্রী শিল্পা শেঠির বাড়িতে গিয়ে প্রায় পাঁচ ঘণ্টা জিজ্ঞাসাবাদ করে মুম্বাই পুলিশ। জানা গেছে, মুম্বাই পুলিশের অর্থনৈতিক অপরাধ শাখা অভিনেত্রীর বয়ান রেকর্ড করে। সেই সঙ্গে অভিনেত্রীর ব্যাংক অ্যাকাউন্টে আর্থিক লেনদেনের সব নথিও সংগ্রহ করা হয়েছে।
উল্লেখ্য, এর আগে এই মামলায় সেপ্টেম্বর মাসে শিল্পার স্বামী রাজ কুন্দ্রাকে জিজ্ঞাসাবাদ চালায় মুম্বাই পুলিশ।
আগামী সপ্তাহে তাকে ফের তলব করা হবে বলে জানানো হয়েছে।
গত আগস্ট মাসেই তারকা দম্পতির বিরুদ্ধে ৬০ কোটি রুপি প্রতারণার অভিযোগে এফআইআর দায়ের করেছিলেন মুম্বাইয়ের জনৈক ব্যবসায়ী। তার দাবি, একসময়ে শিল্পা ও রাজের বর্তমানে বন্ধ হয়ে যাওয়া সংস্থা ‘বেস্ট ডিল টিভি প্রাইভেট লিমিটেডে’ ৬০ কোটি রুপি বিনিয়োগ করেছিলেন তিনি। সেই টাকা আত্মসাৎ করার অভিযোগ উঠে তারকাদম্পতির বিরুদ্ধে।
সংশ্লিষ্ট ইস্যুতেই রাজ কুন্দ্রা ও শিল্পা শেঠির বিরুদ্ধে লুক আউট নোটিশ জারি করে মুম্বাই পুলিশ।
দীপক কোঠারি নামে ওই ব্যবসায়ীর অভিযোগ ছিল ২০১৫ সাল থেকে ২০২৩ সাল পর্যন্ত ব্যবসা সম্প্রসারণের জন্য দেওয়া টাকা রাজ ও শিল্পা ব্যক্তিগত স্বার্থে খরচ করেছে ও তা সঠিক সময়ে ফেরত দেয়নি।











































