আমরা ভয় পাই না : মমতা

ছবি : সংগৃহীত

ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী ও তৃণমূলপ্রধান মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ‘ধমকে’ তাঁর দলের কেউ ভয় পান না। বাঁকুড়া জেলার রাইপুরে গতকাল সোমবার ভারতের আসন্ন লোকসভা ভোটের প্রচারে গিয়ে এক জনসভায় তিনি এ কথা বলেন।

মোদিকে আক্রমণ করে মমতা বলেন, ‘মোদি বলেছেন ৪ জুনের পর সব জেলে ভরব। এ কথা কি প্রধানমন্ত্রীর মুখে শোভা পায়? গোটা দেশে জেল বানান।

নতুন সংসদ ভবনকে জেলে পরিণত করে সবাইকে ভরে দিন। কিন্তু হুমকি দেবেন না।’ মমতা আরো বলেন, মোদি এসব বলছেন তাঁর দল বিজেপিকে উজ্জীবিত করতে। লোকসভা ভোটের পর রাজ্যে তৃণমূল সরকার থাকলেও এসব হুমকি দেওয়া হয় না বলে জানান তিনি।

এজেন্সি নিয়ে ফের সরব হয়ে মমতা মোদির উদ্দেশে বলেন, ‘এজেন্সি দিয়ে গোটা দেশকে জেল বানিয়ে রেখেছেন। আমরা আপনাকে ভয় পাই না।’ এ সময় পশ্চিমবঙ্গের রাজ্য সরকার বাঁকুড়ার জন্য কী কী উন্নয়ন করেছে, তার খতিয়ান তুলে ধরেন মমতা। 

সূত্র : আনন্দবাজার পত্রিকা

LEAVE A REPLY