সংগৃহীত ছবি
হার্দিক পান্ডিয়া ও নাতাশা স্ট্যাঙ্কোভিচের বিচ্ছেদের আলাপ নতুন নয়। দুই জনকে একসাথে দেখা যাচ্ছে না অনেকদিন ধরে। এবার সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করা নাতাশা এক ভিডিওকে কেন্দ্র করে আলাপটি আবার সামনে এসেছে। সেই পোস্টে বিচ্ছেদের ইঙ্গিত দিয়েছেন হার্দিক পত্নী।
ইনস্টাগ্রামে একটি ভিডিও পোস্ট করেছেন নাতাশা। সেখানে তিনি বলেন, “তোমাকে আরও এক বার ছোট্ট একটা কথা মনে করিয়ে দিতে চাই। ঈশ্বর লোহিত সাগর সরাতে পারেননি। তিনি সেটাকে দুই ভাগে ভাগ করে দিয়েছিলেন।
তার অর্থ, তিনি তোমার জীবনের কোনো সমস্যা সরিয়ে দেবেন না। সেই সমস্যা থেকে বেরিয়ে আসার পথ তৈরি করে দেবেন।”
শনিবার বেশ কিছু ছবি ও ভিডিও দিয়েছেন নাতাশা। ভিডিওতে তিনি হার্দিকের নাম সরাসরি না নিলেও অনেকে মনে করছেন, হার্দিকের উদ্দেশেই এই কথা বলেছেন নাতাশা।
গেল বিশ্বকাপে নাতাশাকে দেখা যায়নি কোনো ম্যাচে। খেলা নিয়ে কোনো মন্তব্যও করেননি তিনি। গত কয়েক মাসে তাদের যেভাবে আলাদা দেখা গেছে তাতে করে বিচ্ছেদের জল্পনাটা আরো বাড়ছে।










































