নাসুম ও সাইফ। ছবি : ক্রিকইনফো-বিসিবি
আফগানিস্তানের বিপক্ষে দারুণ পারফরম্যান্সের পুরস্কার পেয়েছেন বাংলাদেশের ক্রিকেটাররা। তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে প্রতিপক্ষকে ধবলধোলাই করে আইসিসির কাছ থেকে সুখবর পেয়েছেন নাসুম আহমেদ-সাইফ হাসানরা। নিজ নিজ বিভাগে ক্যারিয়ারসেরা র্যাংকিং অর্জন করেছেন তারা।
আফগানদের বিপক্ষে ৫ উইকেট নিয়ে সিরিজসেরা নাসুম ৮৭ ধাপ এগিয়েছেন।
বোলারদের র্যাংকিংয়ে তার অবস্থান এখন ৪৪তম। উন্নতি হয়েছে তার সতীর্থ তানজিম হাসান সাকিব-শরীফুল ইসলামদেরও। ২১ ধাপ এগানো শরীফুলের বিপরীতে ৯ ধাপ এগিয়েছেন তানজিম সাকিব। বাঁহাতি পেসার শরীফুলের অবস্থান রোস্টন চেজের সঙ্গে যৌথভাবে ৪৯তম।
অন্যদিকে ৩৩ নম্বরে আছেন তানজিম সাকিব।
বাংলাদেশি বোলারদের মধ্যে সবার ওপরে ১২তম স্থানে আছেন মুস্তাফিজুর রহমান। বোলারদের মধ্যে শীর্ষে আছেন ভারতীয় স্পিনার বরুণ চক্রবর্তী। দুইয়ে আছেন ৬ ধাপ এগোনো আফগান লেগস্পিনার রশিদ খান।
অন্যদিকে আফগানদের বিপক্ষে সর্বশেষ টি-টোয়েন্টিতে অপরাজিত ৬৪ রানের ইনিংস খেলে ম্যাচসেরা হওয়া সাইফ ব্যাটারদের র্যাংকিংয়ে এগিয়েছেন ১৭ ধাপ। এতে করে প্রথমবারের মতো শীর্ষ বিশে জায়গা পেয়েছেন তিনি। তার স্থান ১৮ নম্বরে। বাংলাদেশিদের মধ্যে সবার শীর্ষেও তিনি। উন্নতি হয়েছে তানজিদ হাসান তামিম, পারভেজ হোসেন ইমন ও শামীম হোসেনেরও।
দুই বাঁহাতি ওপেনার তানজিদ ও ইমনের ৬ ও ১৮ ধাপের বিপরীতে ৮ ধাপ এগিয়েছেন শামীম। তানজিমের ৩৭তমের বিপরীতে ইমনের অবস্থান ৫৩। আর বাঁহাতি ব্যাটার শামীম আছেন ৯১তম স্থানে।
ব্যাটারদের মধ্যে শীর্ষে আছেন যথারীতি অভিষেক শর্মা। ক্যারিয়ারে প্রথম সেঞ্চুরি হাঁকানো অস্ট্রেলিয়ার অধিনায়ক মিচেল মার্শ ১৩ ধাপ এগিয়ে ১০ নম্বরে আছেন। শীর্ষে ২ থেকে ৯ নম্বরে আর কোনো রদবদল নেই। অন্যদিকে অলরাউন্ডারদের র্যাংকিংয়ে শীর্ষে আছেন পাকিস্তানের সাইম আইয়ুব।








































