শুধু হামজাকে নিয়ে পরিকল্পনা করছেন না হংকং কোচ ওয়েস্টউড।
হংকং চায়নার বিপক্ষে এশিয়ান কাপ বাছাইপর্বের ম্যাচে হামজা চৌধুরী দলে কতটা গুরুত্বপূর্ণ সেটা তার বাংলাদেশে আসার আগেই জানিয়েছেন কোচ হাভিয়ের কাবরেরা। প্রতিপক্ষের বিপক্ষে দুই ভূমিকাতেই লেস্টার সিটির মিডফিল্ডার সেরাটা দিবেন এমনটাই চান কাবরেরা।
তাই হামজাকে কেন্দ্র করেই হয়তো ম্যাচের পরিকল্পনা সাজাবেন কাবরেরা। বাংলাদেশের মধ্যমণি হলেও শুধু ২৮ বছর বয়সী মিডফিল্ডারের জন্য পরিকল্পনা সাজাচ্ছেন না হংকংয়ের কোচ অ্যাশলে ওয়েস্টউড।
পুরো বাংলাদেশ দল নিয়েই তার পরিকল্পনা আছে বলে জানিয়েছেন তিনি। তবে ম্যাচে হামজা কি করতে পারেন সেই সামর্থ্য সম্পর্কে অবগত তিনি।
একজন নির্দিষ্ট খেলোয়াড়কে দিয়ে দল হয় না জানিয়ে ওয়েস্টউড বলেছেন, ‘তাকে নিয়ে পরিকল্পনা মোটেও নেই। তবে তার সামর্থ্য সম্পর্কে আমরা অবগত।
ইংল্যান্ডে অধিকাংশ সময় সে একজন ডিফেন্ডার হিসেবে রাইট-ব্যাকে খেলে। আমরা জানি, সে মিডফিল্ডারও। একজন ডিফেন্সিভ মিডফিল্ডার হিসেবে খেলতে পারে। কিন্তু এটা দলগত খেলা, একার নয়।
আমাদেরও এককভাবে ভালো খেলোয়াড় আছে। তাই আমরা এককভাবে না দিয়ে দলগতভাবে মনোযোগ দিচ্ছি।’
হামজা হংকং দলের খেলোয়াড় হলে তাকে কোন পজিশনে খেলাতেন এমন প্রশ্নের উত্তরে ইংলিশ কোচ ওয়েস্টউড মজার ছলে বলেছেন, ‘সম্ভবত বেঞ্চ।’










































