মিরাজ-হৃদয়ের ফিফটিতে বাংলাদেশের সংগ্রহ ২২১

অভিষিক্ত সাইফের সঙ্গে হাফ সেঞ্চুরি করা হৃদয় (ডানে)। ছবি : ক্রিকইনফো

শুরুর ধাক্কায় বাঁধ দিলেও শেষটায় পারেনি বাংলাদেশ। যার ফল আফগানিস্তানের বিপক্ষে প্রথম ওয়ানডেতে ২২১ রানে অলআউট টাইগাররা।

অথচ, চতুর্থ উইকেটে ১০১ রানের জুটি গড়ে কী দুর্দান্ত ব্যাটিংটাই না করছিলেন মেহেদী হাসান মিরাজ ও তাওহিদ হৃদয়। কিন্তু ইনিংসের ৩৬তম ওভারে কী যেন হলো দুজনের।

সিঙ্গেল নেওয়ার চেষ্টা করতে গিয়ে কাটা পড়লেন হৃদয়। তার আউটের পর আর ইনিংসে বাঁধ দেওয়া যায়নি।

শেষ ৭ উইকেট যে ৬৭ রানে হারিয়েছে বাংলাদেশ। মাঠ ছাড়ার আগে হৃদয় খেলেন ৫৬ রানের ইনিংস।

ইনিংসটি সাজান ৩ ছক্কা ও ১ চারে। সতীর্থর বিদায়ের পর অধিনায়ক মিরাজও বেশিক্ষণ টেকেননি। ১ চার ও ১ ছক্কায় ব্যক্তিগত ৬০ রানে বিদায় নেন এই অলরাউন্ডার। বাংলাদেশের হয়ে তৃতীয় সর্বোচ্চ ২৬ রান করেছেন অভিষিক্ত সাইফ হাসান।

মিরাজকে এলবিডব্লিউ করে আফগানিস্তানের প্রথম বোলার হিসেবে ২০০ উইকেট নেওয়ার কীর্তি গড়েছেন রশিদ খান। পরে আরো দুটি এলবিডব্লিউ করে বাংলাদেশের ইনিংসই ভেঙে দেন আফগান লেগস্পিনার। তার মতো সর্বোচ্চ ৩ উইকেট নেওয়া আজমতউল্লাহ ওমরজাই শুরুতে বাংলাদেশকে ধাক্কা দেন।

ওমরজাইয়ে দারুণ বোলিংয়েই দলীয় ৫৩ রানের মধ্যে ৩ উইকেট হারিয়ে বসে বাংলাদেশ। যার প্রথম দুটিই নেন ওমরজাই।

আর শেষ দিকে বাংলাদেশকে ২০০ রান পার করে দিতে ১৭ রানের ইনিংস খেলা তানজিম হাসান সাকিবকে ফেরান। আফগানিস্তানের পেসার শুরুর তোপ সামলিয়ে চতুর্থ উইকেটে সেঞ্চুরি জুটি গড়ে বাংলাদেশকে আশা দেখাচ্ছিলেন মিরাজ-হৃদয়। কিন্তু হৃদয়ের সেই রান আউট পরে সব শেষ করে দিয়েছে।

LEAVE A REPLY