আইপিএলের ২০২৬ আসরেও খেলবেন ধোনি, বড় পরিবর্তনের ইঙ্গিত

ছবি : রয়টার্স

প্রতিবছর আইপিএল এলেই শুরু হয় কে কোন দলে খেলবেন, কে থাকবেন না— এসব ঘিরে জোর আলোচনা। এর সঙ্গে একটি বিষয় নিয়ে সবার মনে থাকে প্রশ্ন, এবার ধোনি কি নামছেন? 

তবে এবার আর কোনো ধোঁয়াশা নেই। চেন্নাই সুপার কিংস জানিয়ে দিয়েছে, শেষ মুহূর্তে কোনো অঘটন না ঘটলে আগামী আসরে মাঠে দেখা যাবে মহেন্দ্র সিং ধোনিকে।

ভারতের একাধিক সংবাদমাধ্যমে চেন্নাইয়ের সিইও কাশী বিশ্বনাথন জানিয়েছেন, ধোনি পরের মৌসুমে খেলবেন বলেই তাদের পরিকল্পনা।

তিনি বলেন, ‘আমরা অত্যন্ত আশাবাদী যে ধোনিকে পরের বছর পাওয়া যাবে। ধোনি এখনো না বলেনি। তাই ও খেলবে ধরে নিয়েই আমরা এগোচ্ছি।’

আগামী ১৫ নভেম্বরের মধ্যে আইপিএলের দলগুলোকে ধরে রাখা খেলোয়াড়দের তালিকা জমা দিতে হবে।এর আগেই ধোনির সঙ্গে বৈঠকে বসবেন চেন্নাই অধিনায়ক রুতুরাজ গায়কোয়াড় ও কোচ স্টিফেন ফ্লেমিং। সেই বৈঠকে দল গঠন নিয়ে বিস্তারিত আলোচনা হওয়ার কথা। কিছুদিন আগে চার দিনের একটি ট্রায়াল আয়োজন করেছিল চেন্নাই সুপার কিংস, যেখানে ঘরোয়া ক্রিকেটের কয়েকজন তরুণ প্রতিভাকে বেছে নেওয়া হয়েছে।

গত আসরে লিগ টেবিলের তলানিতে থেকে শেষ করেছিল চেন্নাই।তাই এবার দলে বড় পরিবর্তন আসতে পারে বলে ইঙ্গিত মিলেছে। একাধিক তারকা ক্রিকেটারকে ছেড়ে দেওয়ার চিন্তাও চলছে। বিকল্প উইকেটকিপার হিসেবে নজর আছে উর্বিল প্যাটেলের দিকে। পাশাপাশি, সঞ্জু স্যামসনকে দলে টানতে রাজস্থান রয়্যালসের সঙ্গে আবারও যোগাযোগ করছে চেন্নাই।

LEAVE A REPLY